খবর বিভাগে ফিরে যান

চাল-তেলের দাম বাড়ছে রকেটের গতিতে

মার্চ 19, 2022 | < 1 min read

গত এক মাসে চালের দাম কেজি-প্রতি বেড়েছে দুই থেকে পাঁচ টাকা, সর্ষের তেল থেকে সানফ্লাওয়ার, রিফাইন, পাম অয়েলের দাম বেড়ে চলেছে রকেটের গতিতে। প্রত্যেকবার শীতকালে সবজির দাম কমে, কিন্তু তা এবার কমেনি।


মধ্যবিত্তের পছন্দের চাল মিনিকিটের দাম ৪৫ থেকে বেড়ে হয়েছে ৪৮ টাকা। দাম বেড়েছে বাঁশকাঠি, গোবিন্দভোগ চালেরও। সর্ষের তেল বেশ কিছু জায়গায় হাঁকিয়েছে ডবল-সেঞ্চুরি, পাম তেল ১৭৫ টাকা, সানফ্লাওয়ার অয়েল ১৮৫ টাকা প্রতি কেজি। কিছু ব্যবসায়ী রাইস মিল মালিকদের সঙ্গে অসাধু জোট করে কৃত্রিমভাবে দাম বাড়িয়েছেন বলেও অভিযোগ উঠছে।


সানফ্লাওয়ার অয়েল ছাড়া বাকি তেলের দামও ইচ্ছাকৃতভাবে বাড়ানো হয়েছে বলেও অভিযোগ ব্যবসায়ীদের একাংশের। কিন্তু এই অসাধু ব্যবসায়ীদের ওপর কোনোরকম রাশ টানতে দেখা যাচ্ছে না কেন্দ্রীয় বিজেপি সরকারকে। স্বভাবতই, এই সবকিছুর প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অষ্টমীর খিচুড়ি এবার রাঁধুন ভারতের অন্য রাজ্যের কায়দায়
FacebookWhatsAppEmailShare
দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare