পার্বণ বিভাগে ফিরে যান

ছট পুজোয় আগুন বাজারদর

নভেম্বর 7, 2024 | < 1 min read

উৎসবের মরশুম শেষ লগ্নে এসে পড়েছে, ছটপুজো দিয়েই এর অন্ত। কিন্তু এর মধ্যেই আগুন লেগেছে মানুষের নিত্যপ্রয়োনীয় সামগ্রীর দামে, যার জেরে পকেট পুড়ছে সাধারণ মানুষের। কলকাতা এবং শহরতলি জুড়ে বিভিন্ন বাজারে মূল্যবৃদ্ধি ঘটেছে ফল-মূল সবজির।

চন্দ্রমুখী আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, জ্যোতি আলুর দাম ৩৫ টাকা কেজি। পেঁয়াজ ৭০ টাকা, টম্যাটো ৮০ টাকা, ফুলকপি ৪০ টাকা পিস, শসা ৬৫ টাকা, ঢ্যাঁড়শ ৬০ টাকা, কাঁচালঙ্কা ১০০ টাকা কেজি ছুঁয়ে ফেলেছে। কলকাতার বাজারে পটল ৬০ টাকা কেজি, করলা ৬০ টাকা কেজি, বেগুন ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারওয়ালারা জানাচ্ছেন, দানা ঘূর্ণিঝড়ের জন্যই এই মূল্যবৃদ্ধি, কারণ বিঘ্নিত হয়েছে সাপ্লাই চেন। প্রবল বর্ষণেও নষ্ট হয়ে গেছে সবজি। এতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষ থেকে শুরু করে ছটপুজোয় অংশ নেওয়া মানুষজনের।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আজব রীতি, জগদ্ধাত্রী পুজোর ভোগ কাঁচা মাংস ও মণ্ডা
FacebookWhatsAppEmailShare
রুপোকালী মায়ের আরাধনার মধ্যে দিয়ে নদিয়ার শান্তিপুরের জগদ্ধাত্রী পুজো উৎসব শুরু
FacebookWhatsAppEmailShare
চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা
FacebookWhatsAppEmailShare