দেশ বিভাগে ফিরে যান

তিন রাজ্যের নির্বাচন নিয়ে বিজেপিকে সতর্ক করলেন প্রশান্ত কিশোর

জুন 8, 2024 | < 1 min read

হরিয়ানা, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে বছরের শেষের দিকে নির্বাচন হতে চলেছে। এই তিন রাজ্যের নির্বাচন নিয়ে প্রশান্ত কিশোর বলেছেন ‘বিজেপির উচিত হবে সবকিছুকে পাশে সরিয়ে রেখে তিন রাজ্যের দিকে মন দেওয়া।

তিনটি রাজ্যের মধ্যে অন্তত দুটিকে বাঁচাতে হবে। যদি তা না করা যায়, তাহলে বিরোধীরা বলার সুযোগ পাবে অভ্যন্তরীণ অসন্তোষের কারণে সঙ্গীরা চলে যাচ্ছে।বিজেপি যদি, ওই তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে সবকটি রাজ্যই হারায়, তাহলে তারা কেন্দ্র জোট সরকারকে রক্ষা করতে পারবে না।’ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, তিনি এখনই বলতে পারছেন না, তারা সরকার চালাতে সক্ষম হবে না।

তিনি বলেছেন, পুরো বিষয়টি মানুষই তৈরি করেছে। যে কারণে ইন্ডিয়া ব্লকের নেতারা বলছেন, তারা সঠিক সময়ে সিদ্ধান্ত নেবেন। যাঁরা বিজেপি বিরোধিতা করছেন, তাঁদেরকে সবপকিছুকে পাশে সরিয়ে রেখে তিনটি রাজ্যের দিকে মনোনিবেশ করতে হবে। আর বিজেপি হলে, তিনটি রাজ্যের মধ্যে অন্তত দুটিকে দখল করতে হবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বুথ ফেরত সমীক্ষায় দুই রাজ্যেই বিজেপির ভরাডুবি
FacebookWhatsAppEmailShare
মোদি-শাহের রাজ্যে গণধর্ষণের শিকার কিশোরী,কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ
FacebookWhatsAppEmailShare
টি-২০ বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তান দ্বৈরথ
FacebookWhatsAppEmailShare