খেলাধুলা বিভাগে ফিরে যান

দাবাড়ু প্রজ্ঞানন্দ আসছেন কলকাতায়

আগস্ট 28, 2023 | < 1 min read

বিশ্ব দাবা প্রতিযোগিতার রানার-আপ ১৮ বছরের প্রজ্ঞানন্দ চলতি মাসেই আসছেন কলকাতায়। সিলভার মেডেলিস্ট প্রজ্ঞার সঙ্গে শহরে হাজির থাকবেন একঝাঁক গ্র্যান্ডমাস্টার। এশিয়ান গেমসের আগে দাবাড়ুদের জাতীয় শিবির আয়োজিত হতে চলেছে কলকাতায়।

হাংঝৌ এশিয়ান গেমসে অংশ নিতে চলা দাবাড়ুদের নিয়ে চার দিনের শিবির আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নিতে চলেছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ, বিদিত গুজরাতি, অর্জুন এরিগাইসি, ডি গুকেশ, পি হরিকৃষ্ণর মতো গ্র্যান্ডমাস্টাররা। পাশাপাশি উপস্থিত থাকবেন ভারতীয় দলের হেড কোচ বরিস গেলফান্ড। শিবিরে কোচ হিসেবে থাকছেন শ্রীনাথ নারায়ণন, সহকারী কোচ বৈভব সুরি ও অর্জুন কল্যাণ।

ভারতীয় মহিলা দাবাড়ুদের শিবির চলবে আগামী মঙ্গলবার অবধি। এশিয়ান গেমসে অংশ নিচ্ছেন কোনেরু হাম্পি, হরিকা দ্রোণাভাল্লি, বৈশালী রমেশবাবু, বন্তিকা আগরওয়াল, সবিতা শ্রী বি -এর মতন মহিলা দাবাড়ুরা।

এই শিবির চলাকালীন কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে টাটা স্টিস চেস ইন্ডিয়া র‍্যাপিড ও ব্লিৎজ টুর্নামেন্ট। এশিয়ান গেমসের ভারতীয় দলের দাবাড়ুরা অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। এই টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হতে চলেছেন প্রজ্ঞানন্দ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare
বাংলাদেশ টেস্টে প্রথম একাদশে কে, ইঙ্গিত রোহিতের
FacebookWhatsAppEmailShare
কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে ভারত?
FacebookWhatsAppEmailShare