দেশের ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী মমতা
ডিসেম্বর 31, 2024 < 1 min read
দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কত টাকার সম্পত্তি রয়েছে, সে বিষয়ে সোমবার তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর)। সেই তথ্য মোতাবেক, বর্তমানে দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী হলেন মমতা। তাঁর ১৫ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে। অন্যদিকে, সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু। তাঁর ৯৩১ কোটি টাকার সম্পত্তি রয়েছে। ধনসম্পদের নিরিখে তাঁর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে থাকা অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। তাঁর সম্পত্তির মোট পরিমাণ ৩৩২ কোটি টাকা।
মোটে ১৫ লক্ষ টাকার মালিকানা নিয়ে তালিকার একেবারে নিচে রয়েছেন মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের দ্বিতীয় গরিব মুখ্যমন্ত্রী জম্মু কাশ্মীরের ওমর আবদুল্লা। তাঁর সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ।উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রয়েছে ১ কোটি ৫৪ লক্ষ টাকার সম্পত্তি। বিহারের নীতীশ কুমারের ১ কোটি ৬৪ লক্ষ টাকার সম্পত্তি আছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির ৩০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের রয়েছে ২৫ কোটির সম্পত্তি। অসমের হিমন্ত বিশ্বশর্মার ১৭ কোটির সম্পত্তি আছে। ত্রিপুরার মানিক সাহার রয়েছে ১৩ কোটির সম্পত্তি। সেই সঙ্গে এডিআর জানিয়েছে, ১৩ জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
1 day ago
2 days ago
2 days ago
শুরু হল বাংলা সঙ্গীতমেলা ২০২৫ - NewszNow
শুরু হল বাংলা সঙ্গীতমেলা ২০২৫ NewszNow বাংলা -2 days ago
2 days ago