দেশ বিভাগে ফিরে যান

এতদিনে ব্রিজ ভূষণের বাড়িতে গেল পুলিশ

জুন 6, 2023 | < 1 min read

অবশেষে গতি পেল কুস্তি কাণ্ডের তদন্ত। যৌন হেনস্থা কাণ্ডে মূল অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিংয়ের সহযোগীদের বয়ান রেকর্ড করল সিট। একইসঙ্গে উত্তর প্রদেশের গোন্ডাতে বিজেপি সাংসদ ব্রিজ ভূষণের বাংলোতে তল্লাসি চালালেন সিটের আধিকারিকরা।

বাড়িতে ছিলেন না বিজেপি সাংসদ তথা কুস্তি ফেডারেশনের কর্তা। বাংলোর কর্মচারী এবং নিরাপত্তা আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিশ। ব্রিজভূষণের বাড়িতে থাকা প্রতিটি ব্যক্তির নাম, ঠিকানা ও পরিচয়পত্র নোট করে দিল্লি ফিরে যায় পুলিশ।

গত ২১ এপ্রিল ব্রিজভূষণের বিরুদ্ধে ৭ জন মহিলা কুস্তিগির দিল্লির কনট প্লেস থানায় এফআইআর দায়ের করেন। নাবালিকা কুস্তিগিরদের যৌন হেনস্থার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ১৩৭ জনের বয়ান নথিভুক্ত করেছে। জানা যাচ্ছে, দুই জন আন্তর্জাতিক কোচ এবং দুই জন প্রাক্তন খেলোয়াড় এই অভিযোগের সপক্ষে বয়ান দিয়েছেন। এছাড়া, এফআইআর-এ যৌন হয়রানির ১৫ টি অভিযোগ করা হয়েছে, যার মধ্যে ১০টি অভিযোগে সম্মতি ছাড়া অশ্লীলভাবে স্পর্শ করার কথা বলা হয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘এক দেশ, এক নির্বাচন’-এর পথে রয়েছে কী কী ‘কাঁটা’?
FacebookWhatsAppEmailShare
হ্যাক হল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল
FacebookWhatsAppEmailShare
নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare