দেশ বিভাগে ফিরে যান

বাংলাকে আক্রমণ মোদীর

জুন 14, 2023 | < 1 min read

ছবি: পিটিআই

নাম না করে বাংলার শাসকদলকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ‘রোজগার মেলা’ কর্মসূচিতে ভার্চুয়াল বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে বাংলা সরকারকে নিশানা করে বলেন, ‘‘রেস্তরাঁয় রেট কার্ডের মতোই সেই রাজ্যেও বিভিন্ন স্তরের সরকারি চাকরিতে বিভিন্ন ‘দর’ রয়েছে।’’

এদিন মোদী বলেন, “সম্প্রতি আপনারা একটি রাজ্য থেকে পাওয়া খবরে দেখেছেন কী ভাবে ‘ক্যাশ ফর জব’ (টাকার বিনিময়ে চাকরি)-এর ঘটনা ঘটেছে। যুবসমাজকে ধ্বংস করা হয়েছে। রেস্তরাঁর মতো সরকারি চাকরির সব পদে ‘রেট কার্ড’ রয়েছে সেখানে। সেই রাজ্যে’ চাপরাশি, ড্রাইভার, শিক্ষক, নার্স— সব পদে চাকরির জন্য বাঁধা দর রয়েছে। এর পরেই শ্রোতাদের উদ্দেশে তাঁর প্রশ্ন— ‘‘আপনারা রেট কার্ড চান না সেফ গার্ড (রক্ষাকবচ)?’’

রাজ্যের শাসকদলকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘পরিবারতন্ত্রের রাজনীতি চাকরির নামে এ ভাবেই লুঠ করছে যুবসমাজকে।’’

পঞ্চায়েত নির্বাচন আসন্ন, আর বছর ঘুরলেই লোকসভা নির্বাচন তার আগে প্রধানমন্ত্রীর এই মন্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন।

মোদীকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল রাত্রে একটি ছবি টুইট করেছেন তিনি। টুইটে একাধিক ছবির কোলাজ রয়েছে, তাঁরা এখন মোদী জমানায় নানা বিশেষ পদে বসে রয়েছেন। সেখানে রয়েছেন একাধিক বিজেপি নেতা ও তাদের পরিবারের সদস্যরা।

তিনি লেখেন, ‘‌মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, কখনও কখনও মানুষের নিজেরই নিজের পরামর্শ নেওয়া উচিত। কী প্রচার করবেন দয়া করে তার সঠিক প্রস্তুতি নেওয়া উচিত।’‌

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

১০ বছর পরে ইপিএফের মাসিক বেতনের ঊর্ধ্বসীমা কি বাড়াচ্ছে কেন্দ্র?
FacebookWhatsAppEmailShare
আগামী সপ্তাহ থেকে রাজ্য জয়েন্টের কাউন্সেলিং শুরু
FacebookWhatsAppEmailShare
জিডিপি বাড়লেও কমবে না দেশের বেকারত্ব
FacebookWhatsAppEmailShare