দেশ বিভাগে ফিরে যান

প্রকাশ্যে পিএম-কেয়ার্সের ‘অডিট রিপোর্ট’

ফেব্রুয়ারি 8, 2022 | < 1 min read

২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত, প্রথম ১২ মাসে মোট ১০ হাজার ৯৯০ কোটি টাকা জমা পড়েছে এই তহবিলে। তবে এই তহবিল-এর ‘অডিট রিপোর্ট’ জানাচ্ছে, ৩৯৬৭ কোটি বা মোট তহবিলের ৩৬.১৭ শতাংশ টাকা, বিভিন্ন ত্রাণ ও প্রকল্পের জন্য ব্যবহার করা হয়েছে।


সোমবার তহবিলের ওয়েবসাইটে একটি অডিট স্টেটমেন্ট প্রকাশিত হয়েছে। কোভিড পরিস্থিতিতে অনুদান সংগ্রহের জন্য, কেন্দ্রীয় সরকারের কর্মচারী, রাষ্ট্রায়ত্ত সংস্থা, ব্যাঙ্কের কর্মীদের বেতন কেটে এই তহবিলটি শুরু করেছিলেন নরেন্দ্র মোদী। এই টাকার হিসেব চেয়ে বারংবার সরব হয়েছেন বিরোধীরা।


মোদী সরকার বরাবরই যুক্তি দিয়েছে, পিএম- কেয়ার্স পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট। এ’টি কোনও সরকারি সংস্থা নয়। অথচ পিএম- কেয়ার্স তহবিল থেকে কোভিডের টিকা, চিকিৎসার ভেন্টিলেটর কেনা হচ্ছে বলে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর দফতরই বিবৃতি দিয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare