মেট্রো থামলে তবেই খুলবে প্লাটফর্মের দরজা
অফিসে টাইমলি পৌঁছাতে হবে। মেট্রোর জন্য অপেক্ষা করছেন। কিছুতেই আসছে না। তারপর ঘোষণা হলো, মেট্রোতে সুইসাইড এটেম্ট করেছে কেউ, তাই মেট্রো লেট্ করছে। নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে মেট্রোলাইনে আত্মহত্যা।
মেট্রো স্টেশনে আত্মহত্যা ঠেকানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের কাছে। বেশি সংখ্যায় কনস্টেবল বসিয়েও আত্মহত্যা ঠেকাতে ব্যর্থ হয়েছে রেল আধিকারিকরা। তাই কলকাতা মেট্রোর প্রত্যেকটি স্টেশনে স্বয়ংক্রিয় প্লাটফর্ম ডোর বসানোর কথা ভাবা হচ্ছে।
কীভাবে কাজ করবে এই স্বয়ংক্রিয় দরজা? মেট্রো স্টেশনে পৌঁছনোর পর খুলবে এই প্ল্যাটফর্ম গেট। যাত্রীদের ওঠা-নামা প্রক্রিয়া শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এই দরজাগুলো। ফলে মেট্রো স্টেশনে ঢোকার আগে লাইনের আশেপাশে যেতে পারবে না কেউ। ফলে যে কোনও ধরনের দুর্ঘটনা রোখা সম্ভব হবে।