দেশ বিভাগে ফিরে যান

ভোটে জেতার জন্য মদ ভরসা পিকে’র?

আগস্ট 13, 2024 | < 1 min read

প্রশান্ত কিশোর – ভোটকুশলী হিসেবে পরিচিত পিকে এবার নামছেন রাজনীতির ময়দানে। জল্পনা চলছিলই। আগামী ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীতে আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক দলের সূচনা হবে। দলের নাম জন সূরজ।

গত কয়েক মাস ধরেই বিহারে যে জন সূরজ যাত্রা করছিলেন তিনি, তাই-ই রূপান্তরিত হতে চলেছে রাজনৈতিক দলে। তবে ময়দানে নামার আগেই বড় প্রতিশ্রুতি দিয়েছেন পিকে। ঘোষণা করেছেন ক্ষমতায় এলে ‘ড্রাই স্টেট’ বিহারে মদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন বলে।

পিকে-র দাবি, মদে নিষেধাজ্ঞা জারি করে সরকারের কোনও লাভ হয়নি। বরং ক্ষতিই হয়েছে। বিশ্বের বহু দেশই এমন নিয়ম এনেছে। কিন্তু তাতে লাভ হয়নি। মদ নিষিদ্ধ করার নামে গান্ধীজির নামেও অপপ্রচার চালিয়েছে নীতীশ কুমারের দল।

আগামী বিধানসভা নির্বাচনে (২০২৫) নীতীশ কুমারের জেডিইউ ২০টিও আসন পাবে না বলে দাবি পিকের। তাঁর কথায়, “যে অন্য দলকে ভোটে জেতাতে পারে, সে নিজে জিততে পারবে না?

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মণিপুরে বিতর্কিত আফস্পার মেয়াদ বাড়াল কেন্দ্র
FacebookWhatsAppEmailShare
‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
‘রাজনীতি থেকে দেবতাদের দূরে রাখুন,’তিরুপতির লাড্ডু নিয়ে নাইডুকে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare