বাংলা বিভাগে ফিরে যান

পিকনিক আয়োজন তারকা প্রচারক শান্তনু ঠাকুর

মার্চ 27, 2022 | < 1 min read

আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন।
নির্বাচনে কারা প্রচারে অংশ নেবেন, গেরুয়া শিবিরের ৪০ জনের তালিকায় নাম নেই লকেট চট্টোপাধ্যায়ের।


বেশ কয়েকদিন ধরেই দলে কোণঠাসা হচ্ছেন লকেট। অথচ এই তালিকায় স্থান পেয়েছেন পিকনিক প্রতিবাদের আয়োজক বিক্ষুব্ধ নেতা শান্তনু ঠাকুর। বাকি বিক্ষুব্ধ নেতারা, শমীক ভট্টাচার্য, সায়ন্তন বসুরা অবশ্য বাদ পড়েছেন। কয়েকদিন আগেই বাংলার বিজেপি নেতৃত্বের মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল পিকনিক বিক্ষোভ।


তা সত্ত্বেও, স্টার ক্যাম্পেনারের তালিকায় সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের নামের পাশে জ্বল-জ্বল করছে শান্তনু ঠাকুরের নাম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলায় তাদের এই দুরবস্থার সময় শান্তনু ঠাকুরকে চটিয়ে মতুয়া ভোট হাতছাড়া করতে চায় না বিজেপি।
তাই বোধহয় আমে দুধে মিশে গেছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রবিবারের মধ্যেই বঙ্গে ১০০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী, সব বুথে হবে ওয়েবকাস্টিং
FacebookWhatsAppEmailShare
আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায়, রাজ্যের খরচ ১২৬ কোটি
FacebookWhatsAppEmailShare
আর জি কর আন্দোলনের ‘প্রতিবাদী’ মুখ ডাঃ অভিজিৎ চৌধুরী সারদার টাকা নিয়েছিলেন?
FacebookWhatsAppEmailShare