দেশ বিভাগে ফিরে যান

দশ বছরে বাড়েনি পিএফের পেনশন

মে 5, 2024 | < 1 min read

প্রবীণদের পেনশন বৃদ্ধি নিয়ে বিজেপির দ্বিচারিতার এবার সর্বসমক্ষে। ২০২২-২৩ অর্থবর্ষে পিএফের পেনশন বাবদ দেওয়া হয়েছিল ১৪ হাজার ৪৪৫ কোটি টাকা। কিন্তু সেই বছর পেনশন তহবিল থেকে শুধু সুদ বাবদ আয় হয়েছিল প্রায় ৫২ হাজার কোটি টাকা। গত তিন বছরে এই তহবিলে জমা টাকার অঙ্ক বিশাল বেড়েছে। ২০২০-২১ অর্থবর্ষে জমা টাকার পরিমাণ ছিল ৬ লক্ষ ২ হাজার কোটি।

২০২৩-২৪ সালে এই অঙ্ক পৌঁছেছে ৯ লক্ষ কোটি টাকায়। কিন্তু গত তিন বছরে পেনশন গ্রাহকদের সংখ্যা বেড়েছে নামমাত্র। ৬ লক্ষ। সুতরাং স্বাভাবিক নিয়ম অনুযায়ী ন্যূনতম পেনশন বৃদ্ধি হওয়ার কথা। কিন্তু বাস্তবে এক পয়সা বাড়েনি পেনশন। ন্যূনতম পেনশন নিয়ে দেশজুড়ে আন্দোলন চালাচ্ছে ইপিএস-৯৫ স্কিমের আওতায় থাকা পেনশনভোগীদের সংগঠন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি।

ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির রাজ্য সভাপতি তপন দত্ত বলেছেন ১০ বছর আগে বিজেপি দাবি করেছিল পেনশন অন্তত ৩ হাজার টাকা হওয়া উচিত। কিন্তু ১০ বছরে কোনও পদক্ষেপই করেনি। শুধু মিথ্যাচার।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘এক দেশ, এক নির্বাচন’-এর পথে রয়েছে কী কী ‘কাঁটা’?
FacebookWhatsAppEmailShare
হ্যাক হল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল
FacebookWhatsAppEmailShare
নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare