দেশ বিভাগে ফিরে যান

শীঘ্রই বাড়বে পেট্রোল ডিজেলের দাম

মার্চ 8, 2022 | < 1 min read

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রভাব পড়তে পারে তেলের বাজারে। শীঘ্রই এক লাফে প্রায় ১৫ টাকা দাম বাড়ার সম্ভাবনা পেট্রোল ও ডিজেলের, এমনটাই দাবি ইন্ডিয়ান পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের।

যুদ্ধের ফলে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। তাই এই মুহূর্তে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের ব্যারেল পিছু যা দাম, তার সঙ্গে সামঞ্জস্য রাখতে গেলে দু’টি জ্বালানিরই দাম গড়ে ১৫ থেকে থেকে ৮ টাকা প্রতি লিটারে বাড়াতে হবে।

অন্য দিকে, উত্তরপ্রদেশে নির্বাচনের জন্য তেলের দাম বাড়েনি। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী, নির্বাচন চলাকালীন জ্বালানি তেলের দাম বাড়ানো যায় না। সোমবার নির্বাচন শেষ। তাই এবার অনায়াসেই বাড়তে পারে পেট্রল ও ডিজেলের দাম ।

আবার পেট্রোল ও ডিজেলের দাম বাড়লে তার প্রভাব পড়বে অনেক কিছুতেই। প্রথমত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। প্রভাব পড়তে পারে গণপরিবহণের ক্ষেত্রেও। তবে একলাফে দাম বাড়বে নাকি ধাপে ধাপে বাড়ানো হবে সেটাই এখন দেখার।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare