বিনোদন বিভাগে ফিরে যান

ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিনেমা ‘পথের পাঁচালী’

অক্টোবর 21, 2022 | < 1 min read

দুর্গা জ্বর থেকে সেরে ওঠেনি। তার ট্রেনও দেখা হয়নি। দিদি-হীন ছোট ভাই অপু বাবা-মায়ের সঙ্গে সেই ট্রেনেই পাড়ি দেয় বেনারসের উদ্দেশ্যে। বাংলার রুপোলি পর্দায় চির-অমর সত্যজিৎ রায়ের সৃষ্টি ‘পথের পাঁচালি’।

এবার সেই ‘পথের পাঁচালী’-কেই দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছায়াছবি আখ্যা দিলো আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশনের ভারত শাখা। দ্বিতীয় স্থানে আছে ঋত্বিক ঘটক পরিচালিত ‘মেঘে ঢাকা তারা’। তৃতীয় স্থানেও বাঙালি – মৃণাল সেনের ‘ভুবন সোম’।

এই মতগ্রহণ সমীক্ষার মাধ্যমে বাংলা সিনেমার ‘ত্রিমুর্তি’-র এই তিন সিনেমা উঠে আসে। সত্যজিতের আরেক ছবি ‘চারুলতা’-ও এই তালিকায় জায়গা করে নিয়েছে সপ্তম স্থানে।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ১৯৫৫ সালে এই ছবির মাধ্যমেই হয় মানিকবাবুর ‘ডিরেক্টরিয়াল ডেবিউ’। এর মাধ্যমেই ‘নিওরিয়্যালিজম’-এর জগতে পা রাখে ভারতীয় সিনেমা, যার পথিকৃৎ ভিটোরিও ডে সিকা, মাইকেলেঞ্জেলো অ্যান্টোনিয়নি, রবার্টো রসালিনির মতো চিত্র পরিচালকরা। 

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লরেন্স বিষ্ণয়ের জীবন নিয়ে তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ
FacebookWhatsAppEmailShare
৩৫ বছর পর ফের টিভিতে ফৌজি, শাহরুখের জায়গায় কোন অভিনেতা?
FacebookWhatsAppEmailShare
প্রয়াত দেবরাজ রায়
FacebookWhatsAppEmailShare