যন্তরমন্তরে আন্দোলন নিয়ে পক্ষপাতদুষ্ট দিল্লি পুলিশ
বাংলার প্রাপ্য ১০০ দিনের কাজে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এই অভিযোগে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেই দিল্লি চলো ডাক দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যন্তর মন্তরে ধর্ণায় বসার পরিকল্পনা নিলেও সেখানে তৃণমূলকে বসার অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। অথচ ঠিক সেখানেই আন্দোলনের অনুমতি পেলেন বাংলার চাকরিপ্রার্থীরা।এমনকি গতকাল রাজঘাটেও তৃণমূল প্রার্থীদের বাধা দেওয়া হয়।
সোমবার থানায় গিয়ে যন্তর মন্তরে অবস্থানের জন্য লিখিত ভাবে অনুমতি চান দক্ষিণ ২৪ পরগনার ২০০৯ সালের চাকরিপ্রার্থীরা এবং ৩০ মিনিটের জন্য সেখানে বসার অনুমতি দেওয়া হয়েছে তাঁদের।
‘কেন্দ্রীয় বঞ্চনা’র অভিযোগে সোম এবং মঙ্গলবার দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূলের। আর এই কর্মসূচিকে ঘিরে ‘অতিসক্রিয়’ হয়ে উঠেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশকে নিয়ন্ত্রণ করে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। অতএব তৃণমূলের অনুমতি না পাওয়ার বিষয়টি এখন পরিষ্কার। পাশাপাশি প্রশ্ন উঠছে পুলিশি পক্ষপাতিত্ব নিয়েও।