দুর্গা পুজো বিভাগে ফিরে যান

পুজোয় সাজবে পার্কস্ট্রিটও

অক্টোবর 11, 2023 | < 1 min read

আলোর রোশনাই মানে পার্কস্ট্রিট। বড়দিন, ইংরেজি নববর্ষের দিনগুলোয় এখানে মানুষের ভিড় সামলাতে হিমশিম খান কলকাতা পুলিশ। কিন্তু পুজোর সময় বেশ ফাঁকাফাঁকাই থাকে এই সাহেব পাড়া। কারণ এই চত্বরে তেমন কোনও বড় পুজো হয় না।

তবে এবার পুজোয় নেটের উপর এলইডি দেওয়া আলোয় সাজবে পার্ক স্ট্রিট। চন্দননগরের এই আলোয় ঝলমলে হয়ে উঠবে সাহেবপাড়া। 

পার্ক স্ট্রিট মোড় থেকে পুলিশ কমিশনারের বাংলো পর্যন্ত হবে বড় বড় দশটা গেট। সেখানে থাকবে মা দুর্গার মুখ। সেইসঙ্গে ঢাক, কুলো, চালুনি, ডাব, নৈবেদ্যের মতো পুজোর উপকরণগুলোই থাকবে আলোর থিমে, আর ওইগুলোই ফুটিয়ে তোলা হবে গেটে। তবে নেটের ওপর এলইডিই এবারের প্রধান আকর্ষণ।

মহালয়ার পর থেকেই সাজানো হবে এই এল দিয়ে আর থাকবে ছটপুজো পর্যন্ত।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

চতুর্থীর জনজোয়ারকে হার মানাল পঞ্চমীর রাত
FacebookWhatsAppEmailShare
পুজোর সময় মিছিল নিয়ে বিরক্ত শহরবাসী
FacebookWhatsAppEmailShare
দশমীর দিনে কেন ওড়ানো হতো নীলকণ্ঠ পাখি?
FacebookWhatsAppEmailShare