দুর্গা পুজো বিভাগে ফিরে যান

মেট্রো চড়ে প্যান্ডেল হপিং

অক্টোবর 9, 2023 | 2 min read

পুজোয় সময় যানজট এড়ানোর একটাই উপায় মেট্রো। তাই মেট্রো চড়ে ঠাকুর দেখা পছন্দ করেন অনেকেই। কোন মেট্রো স্টেশনের কাছে কোন পুজো, আসুন দেখে নিই।

নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে খানিক এগোলেই নোয়াপাড়া উদয়ন সঙ্ঘ।

দমদম মেট্রো স্টেশনের কাছেই আছে সিঁথি সর্বজনীন এবং ১৪-এর পল্লি।

বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে নেমে পরপর দেখতে থাকুন, বেলগাছিয়া ওলাইচণ্ডী, টালা পার্ক, নেতাজি স্পোর্টিঁং, লেক টাউন আ্যাসোসিয়েশন, যুবক বৃন্দ, দমদম পার্ক ভারতচক্র, শ্রীভূমি স্পোর্টিঁং-এর মণ্ডপ।

শ্যামবাজার মেট্রো স্টেশনের বাইরে এলেই একে একে পড়বে বেনিয়াটোলা, কুমোরটুলি পার্ক, আহিরীটোলা সর্বজনীন, শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, তেলেঙ্গাবাগান, চালতাবাগানের পুজো।

গিরিশ পার্ক স্টেশনে রয়েছে সিমলা ব্যায়াম সমিতি, বিবেকানন্দ স্পোর্টিং, রবীন্দ্র কানন, পাথুরিঘাটা ৫-এর পল্লির পুজো।

মহাত্মা গাঁধী মেট্রো স্টেশনে নামলে দেখা যাবে মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, শিয়ালদা অ্যাথলেটিক্স-এর পুজো।

সেন্ট্রাল মেট্রো স্টেশনে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ারের পুজো।

চাঁদনী চক মেট্রো স্টেশনে নামলে দেখা যাবে জানবাজার সর্বজনীন, তালতলা সর্বজনীন, ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির পুজো।

রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে রয়েছে গোখলে স্পোর্টিং, চক্রবেড়িয়া সর্বজনীন।

নেতাজি ভবন মেট্রো স্টেশনে নেমে পরপর দেখুন ৬৮ পল্লি, ৭৬ পল্লি, ভবানীপুর ৭৫ পল্লি, ২২ পল্লি, পদ্মপুকুর সমিতি, হরিশ পার্ক, অগ্রদূত উদয় সঙ্ঘ, ভবানীপুর স্বাধীন সঙ্ঘ।

যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে ঘুরে আসুন ম্যাডক্স স্কোয়ার, ২৩ পল্লি, ফরওয়ার্ড ক্লাব, মাতৃমন্দির, বকুলবাগান, যতীন দাস পার্ক।

কালীঘাট মেট্রো স্টেশনের বাইরেই আয়োজিত হয় বড় বড় পুজো – ত্রিধারা, চেতলা অগ্রণী, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, দেশপ্রিয় পার্ক, সমাজসেবী, ৬৬ পল্লি, হিন্দুস্তান পার্ক, বালিগঞ্জ কালচারাল, একডালিয়া এভারগ্রিন, সিংহি পার্ক, বোসপুকুর শীতলা মন্দির।

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে রয়েছে সুরুচি সঙ্ঘ, শিবমন্দির, মুদিয়ালি।

মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন (টালিগঞ্জ) ও নেতাজি মেট্রো স্টেশন (কুদঘাট) থেকে ঘুরে আসা যাবে ৪১ পল্লি, অজেয় সংহতি, অশোকনগর, বড়িশা ক্লাব, বড়িশা উদয়ন পল্লি, শীতলাতলা কিশোর সঙ্ঘ।

মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন থেকে দেখা যাবে রিজেন্ট পার্ক, আজাদগড় সর্বজনীন। গীতাঞ্জলি মেট্রো স্টেশন – নাকতলা উদয়ন সঙ্ঘ।

কবি নজরুল মেট্রো স্টেশন (গড়িয়া বাজার) থেকে ঘুরে আসুন নবদুর্গা, গড়িয়া মিতালি, তরুণ সাথী, শ্যামাপল্লি, নারকেলবাগান সর্বজনীন। শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন – পাটুলি ক্লাব।

কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দেখা যাবে সন্তোষপুর লেক পল্লি, পল্লিমঙ্গল, সন্তোষ ত্রিকোণ পার্ক।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কোচবিহারে নররক্তেই পুজো হয় বড়দেবীর
FacebookWhatsAppEmailShare
উৎসবের আবহে ফের করোনা-আতঙ্ক
FacebookWhatsAppEmailShare
পুরোহিতের মেয়েকে খেয়ে ফেলেছিলেন, পেটকাটি দুর্গা ঐতিহ্যে আজও অমলীন
FacebookWhatsAppEmailShare