রাজনীতি বিভাগে ফিরে যান

পঞ্চায়েতের ফলাফল

জুলাই 11, 2023 | < 1 min read

সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগণনা। ফলাফল জানতে পারেন নির্বাচন কমিশনের সাইটে – https://portal.wbsec.org/

মোট গণনাকেন্দ্র ৩৩৯টি। প্রতি কেন্দ্রে নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে এক কোম্পানি (৮২ জন সদস্য) করে কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে থাকবে রাজ্য পুলিশও। গণনাকেন্দ্রে বসানো হবে সিসি ক্যামেরাও।

প্রতিটি স্তরে দু’রাউন্ড করে গণনা হবে, কোথাও তিন রাউন্ড। প্রত্যেক গণনা কেন্দ্রের জন্য থাকবেন এক জন করে পর্যবেক্ষক। ৩৩৯টি ভোটগণনা কেন্দ্রে স্ট্রংরুমের সংখ্যা ৭৬৭। গণনাকক্ষের সংখ্যা ৩,৫৯৪। ৩০,৩৯৬টি টেবিলে চলবে গণনা।

এবছর বাংলার ২২টি জেলায়পঞ্চায়েত নির্বাচনে ভোট পড়েছে ৮০.৭১%।

বাংলার ৩,৩১৭ গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা ৬৩,২২৯। ৩৪১ পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা ৯,৭৩০। ২০টি জেলা পরিষদে আসন সংখ্যা ৯২৮।

ভোটগ্রহণ হয়েছে ৬০,৫৯৩টি বুথে। মোট ভোটার সংখ্যা ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪। জেলা পরিষদ স্তরের ভোট হচ্ছে ২০টি জেলায়। দার্জিলিং এবং কালিম্পং জেলার পঞ্চায়েত নির্বাচন হয়েছে দু’টি স্তরে – গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে।

আপাতত পাওয়া ট্রেন্ড অনুযায়ী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রতি স্তরে – জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে বিরোধীদের অনেকটা পেছনে ফেলে দিয়েছে শাসকদল তৃণমূল।

জেলা পরিষদ – মোট আসন: ৯২৮

তৃণমূল: ৭৯৯ বিজেপি: ২৭ সিপিএম: ৩ কংগ্রেস: ১২ অন্যান্য: ১

পঞ্চায়েত সমিতি – মোট আসন: ৯,৭৩০

তৃণমূল: ৬,৫৪৯ বিজেপি: ১,০২১ সিপিএম: ১৯৪ কংগ্রেস: ২৬৫ অন্যান্য: ২৮৬

গ্রাম পঞ্চায়েত – মোট আসন: ৬৩,২২৯

তৃণমূল: ৩৫,৩৭৫ বিজেপি: ৯,৮২২ সিপিএম: ৩,১৫৯, কংগ্রেস: ২,৫৯৩ অন্যান্য: ২,৯২৪

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সংসদে রাহুল গান্ধীর ভাষণ থেকে বাদ পড়লো মোদীকে আক্রমণের বিষয়
FacebookWhatsAppEmailShare
ভারতীয় জনতা পার্টির আইটি সেলের প্রধান অমিত মালব্য হারাতে চলেছেন তার পদ
FacebookWhatsAppEmailShare
অধীর চৌধুরীকে কি সরানো হচ্ছেই?
FacebookWhatsAppEmailShare