গতিতে ভরপুর সবুজ পিচ পারথে, কোহলিদের সতর্ক করলেন কিউরেটর
পারথের পিচ নিয়ে এখন থেকেই ভয় দেখাচ্ছেন কিউরেটর। বর্ডার-গাভাসকর ট্রফি শুরু ২২ নভেম্বর। ভারত-অস্ট্রেলিয়া দীর্ঘ দিন পর পাঁচ ম্যাচের সিরিজ খেলতে চলেছে। ২২ নভেম্বর থেকে প্রথম টেস্ট শুরু পারথেই। তার আগে এখানে অনুশীলনও করবে ভারতীয় দল। তবে প্র্যাক্টিস পিচ এবং ম্যাচের পিচে যে অনেকটা পার্থক্য থাকে বলাই যায়। বিশ্বের সবচেয়ে গতিময় ও বাউন্সি পিচ ধরা হয় পারথকেই। এ বার যেন আরও কঠিন পরিস্থিতি থাকবে।
পারথের পিচ কিউরেটর এমন সতর্কবার্তাই দিচ্ছেন ভারতীয় দলের ব্যাটারদের।ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রধান পিচ কিউয়েরটর ইসাক ম্যাকডোনাল্ড ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, ‘এটা অস্ট্রেলিয়া, পারথ। গতি এবং বাউন্সি পিচই তৈরি করছি।’সদ্য এই মাঠেই সিরিজ নির্ণায়ক ওয়ান ডে ম্যাচে পাকিস্তানি পেসাররা দাপট দেখিয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। পিচে আরও ‘মশলা’ যোগ হচ্ছে বলেও জানান কিউরেটর। ম্যাকডোনাল্ড আরও বলেন, ‘পিচে অন্তত ১০মিলিমিটার ঘাস থাকবে। এই পরিস্থিতিতে খেলতে আমরা অভ্যস্ত। সতেজ ঘাস সঙ্গে গতি।’