NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

দেশ বিভাগে ফিরে যান

ধনখড়ের বিরুদ্ধে ফের অনাস্থা আনবে বিরোধীরা

ডিসেম্বর 21, 2024 < 1 min read

রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের নির্লজ্জ পক্ষপাতিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখবে তৃণমূল কংগ্রেস৷ বৃহস্পতিবার রাজ্যসভার সচিবালয়ের তরফে জানানো হয়েছে সংসদের উচ্চকক্ষের চেয়ারম্যানের বিরুদ্ধে বিরোধী শিবিরের নিয়ে আসা অনাস্থা প্রস্তাব খারিজ করা হয়েছে, পদ্ধতিগত ত্রুটির কারণে৷ এর পরেই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানান, আমাদের অবস্থানে কোনও পরিবর্তন হচ্ছে না৷ নতুন বছরে সংসদের বাজেট অধিবেশনেই আরও একবার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসা হবে৷

এই প্রসঙ্গে বিরোধী শিবিরের সব ক’টি দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কথা হয়েছে৷ সবাই তৃণমূলের দেখানো পথে হেঁটে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের পক্ষপাতিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী বাজেট অধিবেশনে ফের অনাস্থা প্রস্তাব আনার পক্ষেই সায় দিয়েছেন বলে বৃহস্পতিবার জানান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন৷ এ বারের নোটিসটি তৈরি করা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে।

নামের বানান ভুল এবং অন্যান্য ত্রুটিবিচ্যুতিগুলি জয়রাম রমেশদের ভাল করে দেখে নেওয়া উচিত ছিল বলেই ঘরোয়া ভাবে জানাচ্ছে তৃণমূল। অবশ্য প্রকাশ্যে বিষয়টি নিয়ে জোটের ঐক্যকে ভাঙতে চাইছে না তারা। তবে এর মধ্যে কংগ্রেসের জয়রাম রমেশ এবং তিরুচি শিবা চেয়ারম্যানের ঘরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন বলে সূত্রের খবর। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেলকে বারবার চেয়ারম্যানের পক্ষ থেকে ডাকা সত্ত্বেও তাঁকে পাঠানো হয়নি বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

২০২৪-এ সবথেকে বেশি কী নিয়ে গুগল সার্চ করেছেন ভারতীয়রা?

FacebookWhatsAppEmailShare

‘রাম মন্দির নির্মাণের পর কেউ কেউ নিজেদের হিন্দুত্ববাদী নেতা ভাবছেন’, সতর্ক করলেন ভগবত

FacebookWhatsAppEmailShare

‘শুধুই প্রিয়াঙ্কার প্রচার’, কংগ্রেসকে সমালোচনা তৃণমূলের

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...