এবার খোলা আকাশের নীচে বইমেলা
ডিসেম্বর 18, 2024 < 1 min read
আগামী বছরের ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বইমেলা। শেষ হবে ৯ ফেব্রুয়ারি। কলকাতা বইমেলা হতে চলেছে খোলা আকাশের নিচে কারণ এবার কোন হল থাকবেনা বইমেলাতে। এই হল গুলিতে প্রধানত ইংরেজি বইয়ের প্রকাশকরা উপস্থিত থাকতেন এবার তাদের জন্য বিশেষ স্থান চিহ্নিত করা হচ্ছে একই সঙ্গে তাদের সুবিধার্থেই কমানো হয়েছে স্টলের ভাড়া আগের থেকে অনেকটাই। কারণ এবারের মেলায় তারা নিজেরাই নিজেদের স্টল বানিয়ে নেবেন।এর পাশাপাশি কলকাতা বইমেলা ডিজিটালিও অনেকটা উন্নত হতে চলেছে খুব শীঘ্রই প্লে স্টোরে আসতে চলেছে কলকাতা বইমেলার অ্যাপ। যার মাধ্যমে গুগল লোকেশন অনুযায়ী মেলার মধ্যে যেকোনো স্টল খুঁজে নিতে পারবেন বইপ্রেমীরা।
সোশ্যাল মিডিয়ার পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে যারা বইমেলাতে আসতে পারছেন না তারা ভার্চুয়ালি দেখতে পারবেন বইমেলার অনুষ্ঠান। ২০২৫-এর ৪৮তম কলকাতা বইমেলার আসরে দু’টি হাঁসই ম্যাসকট হিসাবে থাকবে বলে জানালেন উদ্যোক্তারা। আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়ের কথায়, ‘‘সরস্বতীর বাহন হাঁস ভাবাই যায়। আমরা ঠিক করেছি, এই ম্যাসকটের মাধ্যমে বইমেলার প্রচারে জোর দেব।’’ বইমেলায় আলাদা ম্যাসকট জ়োন থাকবে। টি-শার্ট, কাপের মতো সামগ্রীতেও ম্যাসকটের মাধ্যমে বইমেলার প্রচার চলবে বলে জানান উদ্যোক্তারা।
6 days ago
6 days ago
6 days ago
7 days ago
7 days ago
অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই সিদ্ধান্ত জানালেন তারকা স্পিনার
বিস্তারিত:
#RavichandranAshwin #GabbaTest #AshwinRetires #ENDOFANERA #Sports #AshAnna #AUSvsIND #IndianCricket #NewszNow
এক দেশ, এক নির্বাচনের জেপিসিতে তৃণমূলের কল্যাণ, সাকেত
বিস্তারিত:
#ONOE #JPC #OneNationOneElection #ElectoralReform #BJP #TMC #Parliament #NewszNow