প্রায় ৪২ হাজার পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
আরজি করের ঘটনার পর অনেকেই দাবি তুলেছিল, এবার পুজোয় সরকারি অনুদান বয়কট করা হোক। কেউ কেউ মনে করেন, সেই দাবি তোলার নেপথ্যে বামপন্থী কিছু সংগঠন ও বিজেপির প্রভাব ছিল। তা ছাড়া শুরুতে একটা-দুটো পুজো কমিটি আনুষ্ঠানিক ভাবে বয়কটের কথা ঘোষণা করার পর সংবাদমাধ্যমেও তা বহুল প্রচার পেয়েছিল।এই বয়কটের ডাক শেষমেশ কোনও প্রভাব ফেলতে পারল না। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য পুলিশ এলাকায় ৪১,৮৮৯টি পুজো কমিটি সরকারি অনুদানের জন্য আবেদন করেছিল। তার মধ্যে ৪০,৬৫৫টি পুজো কমিটি চেক পেয়ে গিয়েছে। বাকিরাও আজকালের মধ্যে চেক পেয়ে যাবে।প্রায় ২০০০ এর বেশি অনুদানের জন্য আবেদন করেছে চলতি বছর দুর্গা পুজোয়।
শুধুমাত্র গত বার বা তার আগেও যারা অনুদান নিয়েছে তাদের মত মাত্র ৫৯টি পুজো কমিটি এবার সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছে। যা কোনও শতাংশের হিসাবে আসছে না। তবে সবচেয়ে বেশি যারা টাকা ফিরিয়ে দিয়েছে তারা হল বিধাননগর পুলিশ জেলা এলাকা। গোটা রাজ্যে যে ৫৯টি পুজো কমিটি সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছে তার মধ্যে ২৫টি এই বিধাননগর পুলিশ জেলা এলাকায়।