রাজনীতি বিভাগে ফিরে যান

৫ দিনের বিশেষ সংসদ অধিবেশনে এজেন্ডা কি ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’?

সেপ্টেম্বর 1, 2023 | < 1 min read

অগস্টেই শেষ হয়েছে সংসদের বাদল অধিবেশন।এবার তার মাঝেই আগামী ১৮ সেপ্টেম্বর থেকে পাঁচ দিনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকল কেন্দ্র। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, অমৃত কালের দিকে তাকিয়ে কার্যকরী আলোচনা’র জন্য এই অধিবেশন। কোনো আলোচনা ছাড়া বিশেষ অধিবেশন ডাকায় মোদি সরকারের সমালোচনায় সরব বিরোধীরা। বিরোধীদের প্রশ্ন মোদি কি লোকসভা ভোটে এগিয়ে আনার প্ল্যান করছেন? এজেন্ডা কি ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’? অর্থাৎ সব রাজ্য এবং লোকসভার ভোট একসঙ্গে। যদিও এই প্রস্তাব আইন কমিশনের বিচারাধীন। তাদের চূড়ান্ত রিপোর্ট এই বিষয়ে এখনও আসেনি। এটি করতে হলে পাঁচটি সাংবিধানিক অনুচ্ছেদ সংশোধন প্রয়োজন। বিগত কয়েক বছরে একাধিক বার ‘এক দেশ, এক নির্বাচনে’র জল্পনা উস্কে দিয়েছে গেরুয়া শিবির। পাশাপাশি জল্পনা রয়েছে, অভিন্ন দেওয়ানি বিধি কিংবা লোকসভার সম্প্রসারণ সংক্রান্ত বিলও পেশ করা হতে পারে। আপাতত এই নিয়ে নানা গুঞ্জন থাকলেও কেন্দ্রের তরফে কিছুই বলা হয়নি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

শিয়রে ভোট, দীপাবলির আগেই বাংলায় আসছেন শাহ
FacebookWhatsAppEmailShare
‘কমিশন-বিজেপির সেটিং হয়েছে, বললেন ডেরেক ও ব্রায়েন
FacebookWhatsAppEmailShare
মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে কবে বিধানসভা ভোট? বাংলার কেন্দ্রেও ঘোষণা উপনির্বাচনের দিনক্ষণ!
FacebookWhatsAppEmailShare