দেশ বিভাগে ফিরে যান

নতুন সংসদ তৈরির মাত্র ১% খরচ হয়েছিল পুরনো ভবন তৈরি করতে

মে 26, 2023 | < 1 min read

আগামী ২৮ মে, রবিবার, সেন্ট্রাল ভিস্তা পুনঃনির্মাণ প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ – নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পুরনো সংসদের বয়স হয়েছে ৯৬। বড়লাট আরউইন উদ্বোধন করেছিলেন ভবন। ১৯২১ সালের ১২ ফেব্রুয়ারি ব্রিটেনের ডিউক অব কনৌট সংসদ ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেছিলেন। ১৯২৭ সালের ১৮ জানুয়ারি উদ্বোধন হয় তা, তৈরি করতে সময় লেগেছিল ৬ বছর।

কিন্তু ১২০০ কোটি না, পুরনো সংসদ তৈরি করতে খরচ হয়েছিল মাত্র ৮৩ লক্ষ টাকা। যদিও সেই যুগে ওই টাকার মূল্য কয়েক কোটি টাকার সমান ছিল। নাম ছিল কাউন্সিল হাউস।

১৪৪টি বেলেপাথরের স্তম্ভের ওপর দাঁড়িয়ে পুরনো সংসদ। ১৯৫৬-তে ওপরের দুটি তলা যোগ করা হয়। ১৯৮৭-র ১৫ আগস্ট প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ভবনের লাইব্রেরী বিল্ডিংয়ের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এবার তা হয়ে থাকবে শুধু মিউজিয়াম।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare