NEWSZNOW বাংলা

March 16, 2025, Sunday 23:01:23

বাংলা ENGLISH

কলকাতা বিভাগে ফিরে যান

নার্সিং ট্রেনিং এবং প্যারা-মেডিক্যাল ট্রেনিং স্কুল চালু করতে চলেছে কলকাতা পুরসভা

মার্চ 11, 2025 < 1 min read

দরিদ্র মেধাবী পড়ুয়াদের জন্য সুখবর। পাশে কলকাতা পুরসভা। নার্সিং ট্রেনিং এবং প্যারা-মেডিক্যাল ট্রেনিং স্কুল চালু করতে চলেছে কলকাতা পুরসভা। আলিপুর-চেতলা অঞ্চলের সব্জিবাগানে পুরসভার একটি পাঁচতলা ভবনে এই ২টি স্কুল চালু হবে। আপাতত নার্সিং ট্রেনিং স্কুল শুরু হবে। পরে শুরু করা হবে প্যারা-মেডিকেল কোর্স। ৬০টি আসন বিশিষ্ট এই নার্সিং স্কুলের ৩৩ শতাংশ আসন পুরসভার তরফে পাঠানো শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে।

স্বাস্থ্যবিভাগের এক কর্তা বলেন, ‘জয়েন্ট দিয়েই এখানে ভর্তি হতে হবে। যে ৩৩ শতাংশ আসন পুরসভার জন্য বরাদ্দ থাকবে, সেখানে শহরের গরিব পড়ুয়ারা সম্পূর্ণ বিনামূল্যে নার্সিং ট্রেনিংয়ের সুযোগ পাবেন। শুধুমাত্র যাঁরা সেখানে থেকে পড়াশোনা করবেন, তাঁদের হস্টেল ও খাওয়াদাওয়ার খরচ বহন করতে হবে। বাকি আসনেও ওই বেসরকারি সংস্থা নিজেদের ইচ্ছেমতো ফি নিতে পারবে না। ফি যাতে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে থাকে, তাও নিশ্চিত করবে পুরসভা। প্যারা-মেডিকেল কোর্স চালুর দায়িত্ব কোন সংস্থা পাবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এই বিভাগে মূলত তিন ধরনের প্রশিক্ষণ অর্থাৎ ল্যাব টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান এবং ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি-র সুযোগ থাকবে। প্রতিটি ক্ষেত্রেই ৪০টি করে আসন থাকবে।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

সাইবার অপরাধ ঠেকাতে নতুন প্রস্তাব কলকাতা পুলিশের

FacebookWhatsAppEmailShare

এক কাঠার কম জমিতেও বাড়ি তৈরির অনুমোদন দেবে কলকাতা পুরসভা

FacebookWhatsAppEmailShare

নতুন রূপে রাস্তায় নামছে কলকাতার নস্টালজিয়া হলুদ ট্যাক্সি

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...