দেশ বিভাগে ফিরে যান

এবার বিরাট-বাবর, বুমরাহ-শাহীন শাহ আফ্রিদি এক টিমে খেলবেন

নভেম্বর 6, 2024 | < 1 min read

প্রায় দেড় যুগ পরে ফিরতে চলেছে আফ্রো–এশিয়া কাপ। যেখানে এশিয়া একাদশ আর আফ্রিকা একাদশের মধ‌্যে সীমিত ওভারের একাধিক ম‌্যাচ হত। আফ্রিকান ক্রিকেট সংস্থা ও এশিয়ান ক্রিকেট সংস্থার মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে বলেই খবর। শেষ পর্যন্ত যদি সব ঠিকঠাক থাকে তাহলে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের একই দলের হয়ে খেলতে দেখা যাবে।দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ ইদানীং আর হয় না। আইসিসি ইভেন্টে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। আফ্রো-এশিয়া কাপ শেষ পর্যন্ত হলে বিরাট-বাবর, বুমরাহ-শাহীন শাহ আফ্রিদি এক টিমে খেলবেন। এই টুর্নামেন্টটি শেষবার অনুষ্ঠিত হয়েছিল ২০০৭ সালে।

আফ্রিকা ক্রিকেট কাউন্সিল (এসিএ) শনিবার বার্ষিক সাধারণ সভায় টুর্নামেন্ট পুনরায় এই টুর্নামেন্ট শুরু করার জন্য কমিটি গঠন করেছে।এর আগে দু’বার হয়েছে অ‌্যাফ্রো-এশিয়া কাপ। ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকায়। ২০০৭ সালে ভারতে। ২০০৯ সালে টুর্নামেন্টের তৃতীয় সংস্করণ হওয়ার কথা ছিল কেনিয়ায়। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। ২০০৫ সালেএশিয়া একাদশের নেতৃত্বে ছিলেন ইনজামাম-উল-হক। টিমে ছিলেন রাহুল দ্রাবিড়, আশিস নেহরা, অনিল কুম্বলের মতো তারকারা। ২০০৭ সালের এশিয়া একাদশের স্কোয়াডে ছিলেন মহেন্দ্র সিং ধোনি, শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ‌্যায়, হরভজন সিং, জাহির খান, যুবরাজ সিংয়ের সঙ্গে মহম্মদ আসিফ, মহম্মদ ইউসুফ, শোয়েব আখতাররাও।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

২০৩৬-এ অলিম্পিক্স ও প্যারা-অলিম্পিক্স আয়োজন করতে চায় ভার‍ত
FacebookWhatsAppEmailShare
কেন্দ্রীয় বঞ্চনা সারের জোগানেও, বিকল্প ভাবনা রাজ্যের
FacebookWhatsAppEmailShare
রণথম্ভোরে আচমকাই উধাও ২৫টি বাঘ, হয়রান বন দফতরও
FacebookWhatsAppEmailShare