বাংলা বিভাগে ফিরে যান

বিশ্বভারতীর অধ্যাপকের অপসারণের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন নোয়াম চমস্কি

জানুয়ারি 12, 2023 | < 1 min read

বিশ্ববিখ্যাত মার্কিন ভাষাবিদ চমস্কি সহ ২৬১জন শিক্ষাবিদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম্মুকে চিঠি লিখে প্রতিবাদ জানিয়েছেন বিশ্বভারতীর অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যের বেআইনি অপসারণের বিরুদ্ধে।

‘অপ্রীতিকর কাজ’-এর অভিযোগে অপসারণ করা হয় অধ্যাপককে। ৯ই জানুয়ারি লেখা এই চিঠিতে শিক্ষাবিদরা বিশ্বভারতী কতৃপক্ষের তোলা ‘লিস্ট অফ মিসকন্ডাক্টস’-এর অভিযোগের ভিত্তি জানতে চেয়েছেন।

নোয়াম চমস্কি ছাড়াও উৎস পট্টনায়ক, পার্থ চট্টোপাধ্যায়, উমা চক্রবর্তী, অমিত ভাদুরী, অমিয় বাগচী, প্রভাত পট্টনায়ক, হরবংস মুখিয়া, সুনন্দা সেন, সবুজ কলী সেন, নিবেদিতা মেননের মতো বহু শিক্ষাবিদ, অধ্যাপক, শিক্ষক সই করেছেন এই চিঠিতে।

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ও ঐতিহ্যকে শেষ করে দিতে চাইছেন বিশ্বভারতীর উপাচার্য, মত শিক্ষাবিদদের।

তাঁরা লিখেছেন, “যে রবীন্দ্রনাথের বিশ্বভারতী শেখাত ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’, সেই বিশ্বভারতীতে আজ চলছে প্রতিহিংসা ও ভয় দেখানোর বাতাবরণ”।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৪১,৮৮৯টি পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare