আর কর্মবিরতি নয়, কাজে যোগ দিন; জুনিয়র ডাক্তারদের বার্তা সুপ্রিম কোর্টের
আরজি কর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে কলকাতা হাইকোর্ট থেকে মামলা হাতে নিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এবার আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ ৷ একই সঙ্গে তাঁদের আশ্বাস দেওয়া হয়েছে, কাজে ফিরলে ‘কর্মবিরতি’র জন্য তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া ৷ প্রধান বিচারপতির বেঞ্চ এদিন স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও চিন্তা ব্যক্ত করেন ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘‘চিকিৎসকরা কর্মবিরতিতে গেলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে ৷’’তবে সিবিআই তদন্তের গতি প্রকৃতি স্পষ্ট না হওয়া পর্যন্ত শীর্ষ আদালতের আবেদন রক্ষা করা সম্ভব নয় বলে জানিয়ে দিল বাংলার জুনিয়র ডাক্তারদের সংগঠন।