বাংলা বিভাগে ফিরে যান

সমগ্র শিক্ষা অভিযানের টাকা বন্ধ, কেন্দ্রকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত

জুন 20, 2024 | < 1 min read

একের পর এক প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ রাজ্যে । এবার এই তালিকায় নবতম সংযোজন সমগ্র শিক্ষা মিশন । এই প্রকল্পে টাকা বন্ধ করে দেওয়ায় অভিযোগ তুলছে রাজ্য সরকার । একইসঙ্গে এই প্রসঙ্গে কেন্দ্রকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন পিএম শ্রী প্রকল্পের নাম জোর করে চাপানো হয়েছে যেখানে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কেন্দ্র ৬০ শতাংশ টাকা দেয় কেন্দ্র, বাকি ৪০ শতাংশ টাকা বরাদ্দ করে রাজ্য। তারপরেও কেন প্রকল্পের নাম পিএম শ্রী থাকবে।

শুধুমাত্র সই না করার জন্য শিশুদের মিড ডে মিলের খাবার বন্ধ করতে চাইছে কেন্দ্র। রাজ্যের শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত এই সমগ্র শিক্ষা মিশন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের থেকে প্রায় দু হাজার কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্য সরকারের । এমনকী কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চলতি অর্থবর্ষে প্রথম কোয়ার্টারের জন্য যে টাকা দেওয়ার কথা তাও পাঠানো হয়নি । তবে বাংলা বঞ্চিত হলেও অন্যান্য রাজ্যে এই টাকা পেয়ে গিয়েছে । সমগ্র শিক্ষা অভিযানের অধীনে স্কুলের পরিকাঠামো উন্নয়ন, পড়ুয়াদের পোশাক দেওয়া সহ একাধিক কর্মসূচি রয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৪১,৮৮৯টি পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
পুজোর আগেই রাজ্যে নিয়োগ করা হবে ১৪,০৫২ জন শিক্ষককে
FacebookWhatsAppEmailShare