দেশ বিভাগে ফিরে যান

মমতা, স্ট্যালিন ও বিজয়নের হুঙ্কার, চালু হবে না সিএএ

মার্চ 13, 2024 | < 1 min read

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন, বাংলায় কিছুতেই সিএএ চালু করতে দেবেন না তিনি। একই সুরে কেরলের মুখ্যমন্ত্রীও বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইনে সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিক বিবেচনা করা হয়েছে। কেরলে এই আইন প্রয়োগ করা হবে না।পিনারাই বিজয়ন আরও বলেছেন, এর আগে রাজ্য ঘোষণা করেছিল যে জাতীয় জনসংখ্যা পঞ্জী কেরলে প্রয়োগ করা হবে না। সিএএ-এর অসাংবিধানিক চরিত্র নির্দিষ্ট করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। রাজ্যবাসী দীর্ঘ রাস্তায় মানববন্ধনও করেছেন।অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বলেছেন, সিএএ-র জন্য কোনও সুবিধা পাওয়া যাবে না। এটি শুধুমাত্র ভারতীয় জনগণের মধ্যে বিভাজন তৈরির পথ প্রশস্ত করছে। এই আইনটি সম্পূর্ণ অযৌক্তিক, এটি অবশ্যই বাতিল করা উচিত।তামিলনাড়ুর সরকার রাজ্যে কার্যকর করতে দেবে না। মমতা, স্ট্যালিন, বিজয়নের এই সিএএ বিরোধী জেহাদের মধ্যেই অবশ্য মঙ্গলবার যুদ্ধকালীন তৎপরতায় প্রথমে সিএএ পোর্টাল এবং তারপর সিএএ অ্যাপ চালু করে দিল কেন্দ্র। জানানো হল, এখন থেকেই আবেদন করা যাবে। মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। একটি আবেদনপত্র পূরণ করে তা জমা দিতে হবে ওই পোর্টালে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আরজি কর মামলার শুনানির মধ্যেই নভেম্বরে অবসর প্রধান বিচারপতির, কী কী মামলা রয়েছে তাঁর অধীনে
FacebookWhatsAppEmailShare
বুথ ফেরত সমীক্ষায় দুই রাজ্যেই বিজেপির ভরাডুবি
FacebookWhatsAppEmailShare
মোদি-শাহের রাজ্যে গণধর্ষণের শিকার কিশোরী,কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ
FacebookWhatsAppEmailShare