NEWSZNOW বাংলা

March 16, 2025, Sunday 22:41:36

বাংলা ENGLISH

পার্বণ বিভাগে ফিরে যান

সোনাঝুরিতে বসন্ত উৎসবে নিষেধাজ্ঞা

মার্চ 11, 2025 < 1 min read

দোলের দিন সোনাঝুরি জঙ্গলে আবির খেলা নিষিদ্ধ করল বন দফতর ৷ বিশ্বভারতী আগেই ঘোষণা করেছে দোলের দিন বসন্তোৎসব করবে না ৷ ১৪ মার্চ দোলের দিনের বদলে ১১ মার্চ বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে বসন্তোৎসব হবে। এবার সেই পথে হেটে সোনাঝুরি হাটেও হচ্ছে না দোল উৎসব। আবির খেলা, গাড়ি পার্কিং, ড্রোন ওড়ানো বা ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ ৷সোনাঝুরির খোয়াই হাট কমিটির সভাপতি তন্ময় মিত্র বলেন, “বন দফতর নির্দেশ দিয়েছে, জঙ্গলে কোনও রকম আবির খেলা যাবে না ৷ তাই এবার সোনাঝুরিতেও বসন্তোৎসব হচ্ছে না । দোলের দিন প্রচুর ভিড় হয় । যানজট হয়। জঙ্গল নষ্ট হয় । তাই এই সিদ্ধান্ত । তবে হাট খোলা থাকছে ৷ সকলে হাটে আসতে পারবেন ।”

২০১৯সালে শেষ বার বিশ্বভারতীর আশ্রম মাঠে সর্বসাধারণকে নিয়ে বসন্তোৎসব করেছিল কর্তৃপক্ষ। সেবার অত্যাধিক ভিড়ে নষ্ট হয়েছিল বিশ্বভারতীর বহু জিনিস ৷ ক্যাম্পাসজুড়ে মিলেছিল বস্তা বস্তা মদের বোতল থেকে শুরু করে প্ল্যাস্টিক ৷ ঘটনার সমালোচনায় সরব হয় বিভিন্ন মহল। ২০২০ সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ করে দেওয়া হয় উৎসব । ২০২১ সালে তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বসন্তোৎসবে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেন ৷ ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর ইউনেসকো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে ৷ তারপর থেকে ঐতিহ্যবাহী ক্যাম্পাস এলাকায় বসন্তোৎসবে বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হয় না ৷ এবারও তার অন্যথা হচ্ছে না । ১৪ মার্চ দোলের দিন বিশ্বভারতী কর্তৃপক্ষ বসন্তোৎসব করছে না ৷ তার পরিবর্তে ১১ মার্চ যে বসন্তোৎসব করছে তাতেও বহিরাগতদের ঢুকতে দেওয়া হবে না

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

এক কোটি পার করে গেল গঙ্গাসাগরে পুণ্যার্থীর সংখ্যা

FacebookWhatsAppEmailShare

গঙ্গাসাগরকে ‘জাতীয় মেলা’ ঘোষণা পুরীর শঙ্করাচার্যর

FacebookWhatsAppEmailShare

২০০০০০০০০০০০০ টাকা কুম্ভমেলা থেকে আয় হতে পারে যোগী সরকারের

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...