দেশ বিভাগে ফিরে যান

ওয়াকফ বিলের বিরোধিতা নীতীশ কুমারের দলেরও, চাপে মোদি সরকার

আগস্ট 24, 2024 | < 1 min read

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে শরিকি চাপের মুখে পড়তে চলেছে নরেন্দ্র মোদি সরকার। বড় দুই শরিক নীতীশ কুমারের জেডিইউ, চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টি এবং চিরাগ পাসোয়ানের এলজেপি মুসলিমদের স্বার্থ রক্ষার বিষয়টি সুনিশ্চিত হোক বলে দাবি করেছে বলেই সূ্ত্রের খবর।৩১ সদস্যের কমিটি এই ইস্যুতে বুধবার প্রথম বৈঠকও করেছে। কিন্তু তাতেও অস্বস্তি কাটছে না শাসকদল বিজেপির। সূত্রের খবর, ‘মুসলিমদের স্বার্থরক্ষা’য় বিলে বদল চাইছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দলও।

ঘটনাচক্রে, বিহারে বিধানসভা ভোট আগামী বছর। সেখানে মোট জনসংখ্যার ১৮ শতাংশ হল মুসলিম। য়াকফ সংশোধনী বিলে মুসলিমদের স্বার্থ রক্ষা না হলে ভোট বাক্সে তার প্রভাব পড়তে পারে বলেই নীতীশের মন্ত্রিসভার সংখ্যালঘু মন্ত্রীরা আশঙ্কা প্রকাশ করেছেন।শরিকি চাপে শেষ পর্যন্ত ওয়াকফ বিল নিয়ে কেন্দ্র কোন রাস্তায় হাঁটে, সেদিকে নজর রাখছেন বিরোধীরাও।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নাশকতার ছক! কানপুরে ফের রেললাইনে সিলিন্ডার
FacebookWhatsAppEmailShare
আজ সুপ্রিম কোর্টে আর জি কর শুনানি, ডাক্তারদের মিছিলে অনুমতি কোর্টের
FacebookWhatsAppEmailShare
মাঙ্কিপক্স সম্পর্কে সচেতনতা তৈরি করতে পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রক
FacebookWhatsAppEmailShare