নীতীশ ফের কি বিজেপির সঙ্গী?
লোকসভায় ‘একলা চলো’র বার্তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও একই পথের যাত্রী, জানিয়ে দিয়েছেন পাঞ্জাবে একই লড়বেন। এবার বেসুরো বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। নাম না করে পরিবারতন্ত্রের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে তোপ দাগলেন তিনি।
এইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও করলেন। লোকসভা ভোটের আগে নীতীশের এই আচমকা ভোল বদলের আশঙ্কা ঘিরে শোরগোল তুঙ্গে। ভোটের ঠিক আগে জেডিইউ প্রধান সত্যিই পাল্টি খেলে ২০১৩ সাল থেকে এই নিয়ে তাঁর পঞ্চমবার শিবির বদল হবে।
শোরগোল চরমে ওঠার পর বৃহস্পতিবারই ফোনে নীতীশের সঙ্গে কথা বলেছেন লালুপ্রসাদ। জেডিইউ সুপ্রিমোর গোঁসা ভাঙানোর উদ্যোগ নিয়েছে কংগ্রেসও। তবে, বিহার বিজেপি প্রকাশ্যে এনিয়ে মুখ না খুললেও গুঞ্জন থামছে না।