দেশ বিভাগে ফিরে যান

পুরনো জাতীয় সড়ককেই সাজিয়ে নতুন ঘোষণা!‌ কেন্দ্রীয় মন্ত্রীর টুইটে বিপাকে বিজেপি

অক্টোবর 1, 2021 | < 1 min read

পুরনো জাতীয় সড়ককে নতুন বলে চালিয়ে বিপাকে কেন্দ্রের বিজেপি সরকার। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকড়ি টুইট করে জানান যে হলদিয়ার মাল্টি মোডাল টার্মিনাল এবং কোলাঘাট বন্দরের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে জাতীয় সড়ক হিসেবে ঘোষণা করা হবে এবং এজন্য ‌খসড়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।


এই টুইট ঘিরেই তৈরি হয় বিস্তর ধোঁয়াশা। স্বভাবতই প্রশ্ন ওঠে, তাহলে কী কোলাঘাটে নতুন বন্দর হচ্ছে?‌ পরে, ইনল্যান্ড ওয়াটারওয়েস অথরিটি অফ ইন্ডিয়ার এক আধিকারিক বিষয়টি খোলসা করেন।


জানা যায়; আসলে, হলদিয়া–কোলাঘাট ৪১ নম্বর জাতীয় সড়ক কেই নতুন করে সাজিয়ে ১১৬ নম্বর জাতীয় সড়ক করা হচ্ছে।’ এই গোটা প্রক্রিয়াটিকেই বড় করে শুধুমাত্র একটা পোশাকি নাম দেওয়া হয়েছে। নামকরণের এই ফন্দি জনসমক্ষে আসার পর রীতিমতো অস্বস্তিতে বিজেপি সরকার।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মমতার দাবির পরই বড় সিদ্ধান্ত কেন্দ্রের,স্বাস্থ্য ও জীবন বিমায় উঠে যাচ্ছে জিএসটি
FacebookWhatsAppEmailShare
বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare