দেশ বিভাগে ফিরে যান

নীতি আয়োগের রিপোর্টে বিজেপির পর্দা ফাঁস

নভেম্বর 28, 2021 | < 1 min read

নীতি আয়োগ এই প্রথম প্রকাশ করলো মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইনডেক্স। কোন রাজ্যে কত সংখ্যক গরিব সেটা নানা দিক থেকে বিচার করা হয়েছে বিশেষ এই সমীক্ষায়। আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।


নীতি আয়োগ জানিয়েছে,দেশের মধ্যে দরিদ্রতম রাজ্য হিসাবে রয়েছে বিহার, ঝাড়খন্ড ও উত্তরপ্রদেশ। বিহারের ৫১.৯১ শতাংশ মানুষই দরিদ্র। ঝাড়খন্ডে এই সংখ্যাটা ৪২.১৬ শতাংশ ও উত্তরপ্রদেশে এই সংখ্যা প্রায় ৩৭.৭৯ শতাংশ। মধ্যপ্রদেশে ৩৬.৬৫ শতাংশ মানুষ দরিদ্র।


রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিহারে সবথেকে বেশি মানুষ অপুষ্টিতে ভুগছেন। এরপরই ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, যোগী রাজ্য উত্তরপ্রদেশ ও ছত্তিশগড়ের স্থান। মায়েদের স্বাস্থ্য, স্কুল থেকে বঞ্চিতদের তালিকা,বিদ্যুৎ থেকে বঞ্চিত এইরকম বহু ক্ষেত্রে যথেষ্ট হতাশাজনক স্থানে রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলি। অতএব, বিজেপির ‘ডবল ইঞ্জিন’ এর উন্নয়নের আষাঢ়ে গল্প যে ভুঁয়ো তা তথ্য দ্বারা প্রমাণিত

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare