মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূল বিধায়কদের নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ
ডিসেম্বর 4, 2024 < 1 min read
বিধায়কদের নিয়ন্ত্রণে রাখতে সোমবার পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হল। পরিষদীয় দল সূত্রে খবর, এই গ্রুপের নাম রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস লেজিসলেটিভ মেম্বারস। যার অ্যাডমিন করা হয়েছে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা অরূপ বিশ্বাসকে।তবে গ্রুপ পরিচালনার দায়িত্বে অরূপ বিশ্বাসের পাশাপাশি থাকছেন ফিরহাদ হাকিম এবং শোভন চট্টোপাধ্যায়।
মঙ্গলবার দেখা যায়, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে অরূপ বিশ্বাস সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেদের নাম নথিভুক্ত করাচ্ছেন। সব বিধায়ককে বিধানসভায় তাঁর ঘরে গিয়ে নিজের নাম গ্রুপে যুক্ত করে আসতে হচ্ছে । শুধু বর্ষীয়ান বিধায়কদের নিজেদের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে ঘরে না গেলেও চলছে ৷ তাঁদের ফোনের মাধ্যমেও গ্রুপে নাম অন্তর্ভুক্ত করায় ছাড় দেওয়া হয়েছে।দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে পরিষদীয় দলের যোগাযোগের ক্ষেত্রে দলনেত্রীর নির্দেশ বা বিধায়কদের কোনও সমস্যা থাকলে এই গ্রুপেই জানিয়ে দিতে পারবেন তাঁরা। গ্রুপে জানানো তথ্য অরূপ বিশ্বাস সরাসরি পৌঁছে দেবেন দলনেত্রীর কাছে ।
এই মুহূর্তে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্য সংখ্যা রয়েছে ২২৫।প্রসঙ্গত, সোমবার দলনেত্রী কড়া নির্দেশ দিয়েছিলেন হাজিরার ক্ষেত্রে তিনদিন দেরি করে এলেই শোকজ করা হবে। কিন্তু তার পরের দিনই দেখা গেল বিধানসভার অধিবেশনে দেরি করে এলেন দুই নতুন বিধায়ক – মাদারিহাটের বিধায়ক জয়প্রকাশ টোপ্পো এবং কোচবিহারে সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়।