বিনোদন বিভাগে ফিরে যান

কলকাতার নতুন আকর্ষণ প্রোফেসর শঙ্কু পার্ক

মার্চ 21, 2022 | < 1 min read

শহরে আবার এক নতুন বেড়ানোর জায়গা। প্রোফেসর শঙ্কু পার্ক। রাজারহাট উপনগরীতে অ্যাকশন এরিয়া সিটি সেন্টার টু-এর পিছনে দু’একর জমির উপর এই থিম পার্ক।

মূল গেট দিয়ে প্রবেশ করলেই সামনে দেখা যাবে প্রোফেসর শঙ্কুর বিশাল মূর্তি।
রয়েছে প্রোফেসর শঙ্কুর গবেষণাগারের আকারে একটি ঘর। মনে পড়ে যাবে, বইয়ে পড়া গিরিডির সেই বাড়ির স্মৃতি।


পার্কের দেওয়ালে রয়েছে সত্যজিৎ রায়ের আঁকা শঙ্কুর নানা গ্রাফিত্তি।
প্রোফেসর শঙ্কুর সেই এক্সরে চশমার কথা মনে আছে? তার আধলে বানানো বিরাট চশমাও রয়েছে এখানে।


শঙ্কুর কাক করভাসকেও দেখা যাবে। পাশাপাশি রয়েছে মিশরের মমি এবং পিরামিড।
‘ব্যোমযাত্রীর ডায়েরি’র কথা মনে পড়বে সৌরজগতের মডেল দেখে। রয়েছে সত্যজিৎ রায়ের আঁকা ভিনগ্রহীদের চেহারার আদলে তৈরি মডেলও।


একেবারে শেষে সত্যজিৎ রায়ের আঁকা বেশ কিছু ছবি। দশর্কদের জন্য খাবার, বিশ্রাম নেওয়ার জায়গাও রয়েছে আলাদা করে। তবে আর দেরি না করে, ছুটির দিনে চট করে ঘুরে আসুন এখান থেকে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লরেন্স বিষ্ণয়ের জীবন নিয়ে তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ
FacebookWhatsAppEmailShare
৩৫ বছর পর ফের টিভিতে ফৌজি, শাহরুখের জায়গায় কোন অভিনেতা?
FacebookWhatsAppEmailShare
প্রয়াত দেবরাজ রায়
FacebookWhatsAppEmailShare