২০২৩ বিশ্বকাপের নয়া নিয়ম
বাউন্ডারি ৭০ মিটারের কম হবে না।
কোন সফট সিগন্যাল থাকবে না: একজন ব্যাটারকে মাঠে থাকা আম্পায়ার ক্যাচ আউট দিলেন, তবে সেই আউট নিয়ে সন্দেহ থাকতেই পারে। তৃতীয় আম্পায়ারও যদি এই ক্যাচের ভিডিও ফুটেজে পর্যাপ্ত প্রমাণ না পান, তাহলে অনফিল্ড আম্পায়ারদের সিদ্ধান্তই বহাল থাকে।
রিজার্ভ ডে: গ্রুপের ৪৫টি ম্যাচের জন্যে রিজ়ার্ভ ডে রাখা হয়নিএবারের বিশ্বকাপে। সেক্ষেত্রে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে দু’দলকেই এক পয়েন্ট দেওয়া হবে। কিন্তু দু’টি সেমিফাইনাল এবং ফাইনালের সময় বৃষ্টির সম্ভাবনা থাকার কারণে রিজ়ার্ভ ডে রাখা হয়েছে।
ডাকওয়ার্থ-লুইস নিয়ম: দুটি দলকে অন্তত ২০ ওভার করে খেলতে হবে। বৃষ্টির জন্য একটি দল ৫০ ওভার খেলল, অপর দল ১০ ওভার খেলল, এমন পরিস্থিতিতে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে এবং দুই দলকেই একটি করে পয়েন্ট দেওয়া হবে।
সুপার ওভার: বাউন্ডারির সংখ্যা দিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ঠিক হবে না: যদি ম্যাচের পর সুপার ওভার টাই হয়ে যায়, তাহলে সেই পরিস্থিতিতে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সুপার ওভার ধারাবাহিকভাবে হতে থাকবে।