বিশেষ অধিবেশন দিয়েই উদ্বোধন সংসদের নতুন ভবনের
আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর – পাঁচদিন সংসদে চলবে বিশেষ অধিবেশন। এর মধ্যে ১৯ তারিখ গণেশ চতুর্থী। তাই সেইদিনই গৃহপ্রবেশ করা হবে নতুন সংসদ ভবনের।
গত ২৮ মে এই ভবন উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের বড় অংশ এই নতুন সংসদ ভবন।
কিন্তু গৃহপ্রবেশ নয়, কিসের জন্য ডাকা হয়েছে সংসদের এই বিশেষ অধিবেশন, সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। কান পাতলে শোনা যাচ্ছে, অভিন্ন দেওয়ানী বিধি এবং এক দেশ, এক নির্বাচনের মত বিল আনতে পারে মোদি সরকার।