দেশ বিভাগে ফিরে যান

ফের ডেটা প্রটেকশন বিল কেন্দ্রের

নভেম্বর 21, 2022 | < 1 min read

আমার-আপনার ব্যক্তিগত তথ্য নানাবিধ উপায়ে সংগ্রহ করে বেসরকারি সংস্থাগুলি। সেই তথ্য নিয়ে তারা বিক্রি করে অন্য সংস্থাকে, যাতে জনসাধারণের ওপর চাপিয়ে দেওয়া যায় ‘টার্গেটেড অ্যাডস’-এর বোঝাএই ব্যক্তিগত তথ্য রক্ষার্থেই ডেটা প্রটেকশন বিল।

সংসদের শীতকালীন অধিবেশনে পেশ করা হবে এই বিল। আগেও এই বিল সংসদে আনা হলেও বিরোধীদের প্রতিবাদে পিছু হটতে হয় মোদি সরকারকে।

সংসদীয় স্ট্যান্ডিং কমিটিও এই বিলের বহু সংশোধন দাবি করে মোট ৯১টি সংশোধনী প্রস্তাব করেছে। কেন্দ্রের এই বিলের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ ছিল, বিলের আওতা থেকে সরকারি দপ্তর, সরকারি সংস্থা, সরকারি প্রতিষ্ঠানকে প্রায় সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছিল। ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন বলেছিল, বৃহৎ কর্পোরেটকে বাণিজ্যিক সুবিধা দেওয়ার জন্যই এই বিল আনা হয়েছে। কারণ, তথ্য ব্যবহারবিধি লঙ্ঘন করা হলে নগণ্য জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষত নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে আমল দেওয়া হয়নি। এই সম্মিলিত বিরোধিতায় কেন্দ্রীয় সরকার ওই বিল প্রত্যাহার করে নেয়। কিন্তু বর্ষকালীন অধিবেশনে বিল প্রত্যাহারের পর কয়েকমাসের মধ্যেই আবার সেই বিল কিছু সংশোধন করে আনতে উদ্যোগী কেন্দ্র।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিজেপি শাসিত ত্রিপুরায় বন্ধ ঐতিহ্যশালী দুর্গাপুজো, উৎসবে ফিরতে নারাজ উদ্যোক্তারা
FacebookWhatsAppEmailShare
নিশিকান্তের স্থায়ী কমিটি থেকে মহুয়াকে সরাতে চিঠি তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্টে বলল নরেন্দ্র মোদির সরকার
FacebookWhatsAppEmailShare