বাংলা বিভাগে ফিরে যান

ঘূর্ণিঝড় নিয়ে বাংলা সরকারের পদক্ষেপ

মে 11, 2023 | < 1 min read

ঘূর্ণিঝড় নিয়ে নানা মুনির নানা মত। বাংলায় প্রভাব পড়ার সম্ভাবনা তেমন নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

তবে ল্যান্ডফল কোথায় হবে এখনও সঠিক করে কিছু বলা যায়নি। আবহাওয়া দফতরের কর্তারাও নিজেদের মতো করে ব্যাখ্যা করছেন।

তবে গত ৭ মে সকাল ৭টা থেকেই লালবাজারে কন্ট্রোল রুম খোলা হয়েছে। চালু হয়েছে ‘ইনটিগ্রেটেড কন্ট্রোল রুম’.

হেল্পলাইন নম্বর:

হোয়াসঅ্যাপ নম্বর: ৯৪৩২৬১০৪৫০

কন্ট্রোল রুমের অন্যান্য নম্বর: ২২১৪-১৮৯০, ২২৫০-৫০৩৩/৫০৪৪/৫১৪৬

এই পরিস্থিতিতে আজ বাংলায় মোট ৬টি জাতীয় বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে তিনটি দল পূর্ব মেদিনীপুরের রামনগর ১ নম্বর ব্লক, রামনগর ২ নম্বর ব্লক এবং হলদিয়ায় মোতায়েন রয়েছে তিনটি দল।

বাকি তিনটি দল দক্ষিণ ২৪ পরগনার গোসাবা কুলতলি এবং কাকদ্বীপে এবং দুটি দল উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালিতে মোতায়েন করা হয়েছে।

এর সঙ্গে উপকূলরক্ষী বাহিনীও উপকূলে নজরদারি চালাচ্ছে। একটি কোস্ট গার্ড ডিজাস্টার রিলিফ টিম গঠন করা হয়েছে, যা ওড়িশা ও বাংলার উপকূলীয় অঞ্চলে মোতায়েন রয়েছে।

মৎস্যজীবীদের এই দু’‌দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই টিম উপকূলবর্তী গ্রামেও ঘুরে মাইকিং চালাবে। আগামী ১২ এবং ১৩ মে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা কথা তুলে সকল পর্যটকদের সমুদ্রে নামার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ব্যালটে ভাঁড়ে মা ভবানী, বামেদের ভরসা নারায়ণ-শ্রীলেখা
FacebookWhatsAppEmailShare
উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের
FacebookWhatsAppEmailShare
বাংলার ৬ কেন্দ্রে উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
FacebookWhatsAppEmailShare