দেশ বিভাগে ফিরে যান

বিশ্ব ক্ষুধা সূচকে আরো নিম্নগামী ভারতের স্থান, উদ্বেগ অর্থনীতিবিদদের

অক্টোবর 18, 2021 | < 1 min read

সম্প্রতি প্রকাশিত, বিশ্ব ক্ষুধা সূচকের তালিকায় আরও সাত ধাপ নেমে একেবারে তলানিতে ভারত। গত বছরের তুলনায় পরিস্থিতি আরও খারাপ! গত বছর এই তালিকায় ভারত ছিল ৯৪তম স্থানে। এবার রয়েছে ১০১ নম্বরে।


মোট ১১৬টি দেশের তালিকায় উল্লেখযোগ্যভাবে ভারতের আগেই রয়েছে প্রায় সব প্রতিবেশী রাষ্ট্র—পাকিস্তান (৯২), বাংলাদেশ (৭৬), নেপাল (৭৬), মায়ানমার (৭১)। এমনকী অনাহারক্লিষ্ট ইথিওপিয়া (৯০) পর্যন্ত এই তালিকায় অনেক এগিয়ে।


অর্থাৎ, সার্বিকভাবে মোদি জমানায় দেশে ক্ষুধার্ত মানুষের পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হয়েছে।


করোনা পর্বে নানা বিধি নিষেধ জারি হওয়ায় ব্যাপক সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ।


অপুষ্টির জেরে উচ্চতা ও ওজনের মধ্যে ভারসাম্যহীন পাঁচ বছরের শিশুদের সংখ্যা ভারতেই সর্বোচ্চ।

ঢাকঢোল পিটিয়ে উন্নয়নের ঢালাও প্রচারের আড়ালেই বেড়ে চলেছে খিদের জ্বালা। যদিও সার্বিকভাবে ভারতের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক, তাও কেন্দ্রের বিজেপি সরকার সেকথা মানতে নারাজ।


অবৈজ্ঞানিক আখ্যা দিয়ে এই তালিকাটিকে খারিজ করে দিয়েছে নারী ও শিশুকল্যাণ মন্ত্রক।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare