দেশ বিভাগে ফিরে যান

একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সংশয়ে নরেন্দ্র মোদি

মে 22, 2024 | < 1 min read

একক সংখ্যা গরিষ্ঠতা যে মিলছে না, সে ব্যাপারে সংশয়ে নরেন্দ্র মোদি। তাঁর ভাষণ থেকে বিজেপি, ৪০০ পারের স্লোগান উধাও হয়ে গেছে। হটাৎ করে এনডিএকে বাড়তি গুরুত্ব দিতে শুরু করেছেন প্রধানমন্ত্রী। ম্যাজিক ফিগার ২৭২। কয়েক মাস আগে পর্যন্ত জেডিইউ এবং তেলুগু দেশম ছাড়া যে কয়েকটি দল এনডিএতে ছিল, তাদের কারও ঝুলিতে তিনজন এমপিও নেই।

২০১৯ সালে বিজেপি এককভাবে ৩০৩ আসন পেয়েছিল। আর এনডিএ শরিকদের নিয়ে হয়েছিল ৩৫৩। শিরোমণি অকালি দলকে বারবার বিজেপি জোটে ফিরে পেতে চাইলেও, তারা আসেনি। আবার ২০১৯ সালের তুলনায় পঞ্চম দফায় কম ভোট পড়ল। নীতীশের শক্তিক্ষয়ের জন্যই বিহারে আসন কমার আশঙ্কায় ভুগছে বিজেপি। শীর্ষ নেতৃত্ব উত্তর ও মধ্য ভারতের প্রায় সর্বত্র আসন কমার সম্ভাবনাই দেখছে।তাই মোদি আগেভাগেই এনডিএ বন্দনা শুরু করে দিয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

লোকসভার প্রোটেম স্পিকার বিতর্কে নয়া ‘চাল’ বিরোধীদের
FacebookWhatsAppEmailShare
ইনসাইডার ট্রেডিং-এ যুক্ত অ্যাক্সিস-মাই ইন্ডিয়া?
FacebookWhatsAppEmailShare
সরকারি অফিসে কর্মীদের কাজে ফাঁকি রুখতে কড়া কেন্দ্র
FacebookWhatsAppEmailShare