খবর বিভাগে ফিরে যান

শর্তসাপেক্ষে ফের চালু হচ্ছে এমপি ল্যাড

নভেম্বর 11, 2021 | < 1 min read

কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে। তাই দেড় বছর পর ফের চালু করা হল এমপি কোটার উন্নয়ন প্রকল্প।

২০২০ সালের এপ্রিল মাসে এমপি ল্যাড (লোকাল এরিয়া ডেভেলপমেন্ট) ফান্ড প্রকল্প অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছিল মোদী সরকার। সেই বাবদ ৭৯০০ কোটি টাকা ছিল কেন্দ্রের কনটিনজেন্সি ফান্ডে।

করোনা সংক্রমণের সময় স্বাস্থ্য পরিকাঠামো খাতেই অর্থবরাদ্দের লক্ষ্যে নেওয়া হয় এই সিদ্ধান্ত। বুধবার বৈঠকে বসে আবার এই প্রকল্প চালুর ব্যাপারে সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, চলতি আর্থিক বছরের বাকি ছ’মাসের জন্য ২ কোটি টাকা করে দেওয়া হবে এমপিদের। আগামী অর্থবর্ষ থেকে অবশ্য মিলবে আগের মতোই বছরে ৫ কোটি টাকা। তবে এবার থেকে তা দেওয়া হবে দু’টি কিস্তিতে, আড়াই কোটি টাকা করে।

তবে সেক্ষেত্রেও রাখা হয়েছে একটি শর্ত। চলতি আর্থিক বছরের মাঝপথেই চালু হবে এমপি কোটার উন্নয়ন প্রকল্প। চলবে ২০২৫-’২৬ পর্যন্ত। তারপর প্রকল্পের কী হবে? স্বাভাবিকভাবেই এই প্রশ্নে শুরু হয়েছে বিতর্ক

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অষ্টমীর খিচুড়ি এবার রাঁধুন ভারতের অন্য রাজ্যের কায়দায়
FacebookWhatsAppEmailShare
দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare