তিন দশক পর কাশ্মীরে খুলছে সিনেমা হল
৩০ বছর পর হল ভর্তি করে সিনেমা দেঝতে পাবেন জম্মু ও কাশ্মীরের মানুষ। ইতিমধ্যেই সেখানকার লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা দু’টি মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেছেন।
আজ সেই হলে প্রথম সিনেমা দেখানো হবে সাধারণ মানুষকে। ৯০-এর দশকে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য একে-একে বন্ধ হয়ে যায় উপত্যকার সবকটি সিনেমা হল। কিন্তু এখন সেই দিন প্রায় অতীত। হলে প্রথম সিনেমা আসছে ‘লাল সিং চাড্ডা’।
কাশ্মীরের এই নতুন মাল্টিপ্লেক্সগুলিতে রয়েছে ফুড কোর্টও। সিনেমা ছাড়াও এখানে তথ্যপ্রযুক্তি বিষয়ে যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। সরকারি বিবৃতিতে জানানো পরবর্তী সময়ে অনন্তনাগ, রাজৌরি, শ্রীনগরের মতো এলাকাতেও এরকম হল চালু হবে।