পুজোর কেনাকাটার জন্য সপ্তাহান্তে চলবে বেশি মেট্রো
আর হাতে গোনা কয়েকদিন। তারপরেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব – দুর্গাপুজো। পুজো মানেই করতে হবে কেনাকাটা, নতুন জামা, কাপড়, জুতো, প্রসাধনী। কিন্তু সমস্যা দেখা দেয় ফেরার পথে পরিবহন পাওয়া নিয়ে। সেই সমস্যা সমাধান করতেই উদ্যত হলো কলকাতা মেট্রো কতৃপক্ষ।
শনিবার, ২৩ সেপ্টেম্বর, সপ্তাহান্তে নর্থ-সাউথ করিডে বাড়তি মেট্রো চালানো হবে। ১৫ অক্টোবর পর্যন্ত প্রতি শনিবার এবং রবিবার বাড়তি মেট্রো চালানো হবে।
এমনিতে শনিবার ২৩৪টি মেট্রো চলাচল করে। পুজোর আগে চারটি শনিবার ২৮৮টি মেট্রো চলবে। রবিবারগুলিতে ১৩০-এর জায়গায় চলবে ১৬৪টি মেট্রো।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৬:৫০।
দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৬:৫০।
দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৬:৫৫।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা।
রবিবার কবি সুভাষ, দমদম এবং দক্ষিণেশ্বর থেকে সকাল ৯ টায় প্রথম মেট্রো ছাড়বে।