দেশ বিভাগে ফিরে যান

মোদির ‘তপস্যার’ ফরমান পালন করতে হবে বণিকমহলকেও

জানুয়ারি 19, 2024 | < 1 min read

আগামী ২২শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলাল্লার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা। তার আগে নাকি কঠোর তপস্যায় বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তিনি ফতোয়া দিলেন যে তিনি একা না, দেশের বণিক সমাজকেও তাঁর সঙ্গে বসতে হবে ‘তপস্যায়’।

কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের পক্ষ থেকে মোট ১২ দফা নিয়ম মেনে চলতে বলা হয়েছে সদস্যদের। একপ্রকার ফতোয়া জারি করেছে তারা। মাটিতে শয্যা এবং দিনে তিনবার স্নান বণিকসমাজের মানুষদের।

এর সঙ্গে ব্রহ্মচর্য জীবন পালন, নীরবতা পালন, প্রয়োজনে খুব অল্প কথা বলা, গুরুকে সেবা, দ্বিচারিতা ও হিংসা এড়িয়ে চলা, সাত্ত্বিক আহার, প্রতিদিন দানধ্যান, শাস্ত্র বা ধর্মগ্রন্থ পাঠ, প্রতিদিন পূজার্চনা, ঈশ্বরে বিশ্বাস, ভগবানের নাম জপ করতে বলা হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশানুসারে।

প্রায় ৮ কোটি সদস্য রয়েছে এই সংগঠনের। দেশের ৮ কোটি মানুষকে দিনে কতবার স্নান করতে হবে, রাতে কিভাবে শুতে হবে – এখন এইসব বলে দিতেও উপনীত হয়েছেন মোদি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বাজেট অধিবেশনের আগে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের এক্স হ্যান্ডেলে পরামর্শ
FacebookWhatsAppEmailShare
তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
FacebookWhatsAppEmailShare
সমলিঙ্গের বিয়ের বিষয়ে আগের রায় পুনর্বিচার করবে সুপ্রিম কোর্ট
FacebookWhatsAppEmailShare