দেশ বিভাগে ফিরে যান

পিএফ নিয়ে মোদির গ্যারান্টি স্রেফ প্রচার

জানুয়ারি 21, 2024 | < 1 min read

পিএফ গ্রাহকদের ন্যূনতম পেনশন মাসে এক হাজার টাকা। মোদির গ্যারান্টি! বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। ২০১৫ সালে মন্ত্রিসভা অনুমোদনও করেন এই সিদ্ধান্ত। কিন্তু এই গ্যারান্টি যে স্রেফ প্রচার, তাই জানাচ্ছে খোদ পিএফ দপ্তর! কারণ, আট বছর পেরিয়ে গেলেও প্রায় অর্ধেক পেনশনভোগী পায় না সেই হাজার টাকা।

সম্প্রতি ২০২২-২৩ অর্থবর্ষের আর্থিক রিপোর্ট তৈরি করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। সেই রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত পেনশন পেয়েছেন দেশের প্রায় ৭৫ লক্ষ ৫৯ হাজার গ্রাহক। তাঁদের মধ্যে ৩৬ লক্ষ ৪৮ হাজারের বেশি মানুষের মাসিক প্রাপ্তির অঙ্কটা এক হাজার টাকার নীচে। প্রবীণরা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রেই পেনশন ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে। রিপোর্টে বলা হয়েছে, তিন হাজার টাকা বা তার কম অঙ্কের পেনশন পায় প্রায় ৭০ লক্ষ ৬২ হাজার জন।

ন্যূনতম পেনশনের অঙ্কটা বাড়িয়ে অন্তত সাড়ে সাত হাজার টাকা করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন পিএফ গ্রাহকরা। ২০১৪ সালে তৎকালীন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী প্রকাশ জাভরেকর ঘোষণা করেছিলেন, পিএফের আওতায় থাকা সবাই এক হাজার টাকা পেনশন পাবেন। কিন্তু দেখা যাচ্ছে বাস্তবের সঙ্গে তাঁর কথার কোনও মিল নেই।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে ‘অমীমাংসিত’ থেকে গেলো রাজ্যের ৫ মামলা
FacebookWhatsAppEmailShare
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু প্রতিষ্ঠান, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
আরও একবার ভাঙা হল বিদ্যাসাগরের মূর্তি,এবার বিজেপি শাসিত ত্রিপুরায়
FacebookWhatsAppEmailShare