দেশ বিভাগে ফিরে যান

দেশের কৃষকদের ভবিষ্যৎ কর্পোরেটদের হাতে তুলে দিতে চান নরেন্দ্র মোদী

ফেব্রুয়ারি 28, 2022 | < 1 min read

বাজেট বাস্তবায়নের লক্ষ্যে, একটি ‘ওয়েবিনারে’ বারবার কর্পোরেট শব্দটি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেছেন, কী ধরনের ফসল হতে পারে, একই জমিতে কীভাবে নির্দিষ্ট সময় অন্তর ভিন্ন চাষ করা যায়, তার জন্য কৃষি বিশেষজ্ঞদের এগিয়ে আসতে হবে।

চাষের জমির মাটির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য কর্পোরেটদের জায়গায় জায়গায় বেসরকারি মাটি পরীক্ষার ল্যাব খোলার পরামর্শ দেন তিনি। ওই পরীক্ষায় কৃষক জানতে পারবেন, কোন জমিতে কোন সার দিলে চাষ ভালো হবে।

তার মতে, কর্পোরেট জগতের সামনে রয়েছে অপার সুযোগ এবং নিশ্চিত লাভ।

সরকারের দায়িত্ব ঝেড়ে কৃষিপণ্যের বিপণনের ক্ষেত্রেও কর্পোরেটদের আহ্বান করেছেন মোদী।

আন্দোলনরত কৃষক ও বিরোধীদের সম্মিলিত চাপে বিতর্কিত তিন কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়েছিল কেন্দ্র।

তাহলে, এবার চুক্তি চাষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, ফের কি ঘুরপথে কর্পোরেটদের হাতেই কৃষকদের ভবিষ্যৎ তুলে দিতে চাইছেন নরেন্দ্র মোদী?

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare