দেশ বিভাগে ফিরে যান

মোদীর ভাষণ দেওয়ার মাঝেই টেলিপ্রম্পটার বিপর্যয়

জানুয়ারি 19, 2022 | < 1 min read

সোমবার বিশ্ব অর্থনৈতিক মঞ্চের ‘দাভোস অ্যাজেন্ডা সামিটে’ ভার্চুয়াল ভাষণ দেওয়ার সময় আচমকাই থেমে যান নরেন্দ্র মোদী। বক্তব্য থামিয়ে অপ্রস্তুত মোদী উদভ্রান্তের মতো এদিক-ওদিক তাকাতে থাকেন। দ্রুত অবস্থা সামাল দিতে নিজে ইয়ারপিস তুলে নিয়ে ট্রান্সলেটরকে জিজ্ঞেস করেন শোনা যাচ্ছে কিনা। এরপরই বেশ কিছুক্ষণের জন্য সম্প্রচার বন্ধ করে দেয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।

ওয়াকিবহাল মহলের একটি অংশের দাবি, ‘টেলিপ্রম্পটার (টিপি)’ বিগড়ে যাওয়াতেই মাঝপথে থেমে যেতে হয়েছে মোদীকে। যদিও সরকারি তরফে তার সত্যতা স্বীকার করা হয়নি। সাধারণত, ভাষণ দেওয়ার সময় টিপি ব্যবহার করতে দেখা গেছে মোদীকে।
লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রীর সামনে থাকে একটি স্বচ্ছ কাচ। ওই কাচটিই টেলিপ্রম্পটার, তাতেই একটি পাশে ভাষণের লেখা ফুটে ওঠে, যা দেখে পড়েন মোদী। সোমবারের ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
তবে বিরোধীরা এবিষয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

বিশ্বের ১১০ কোটি অতি দরিদ্রের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!
FacebookWhatsAppEmailShare
দিল্লি এইমসে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত মুখ্য নিরাপত্তা আধিকারিক, বিচারের জন্য প্রতিবাদ হবে তো সারা দেশে?
FacebookWhatsAppEmailShare
ভারতে থাকার মেয়াদ শেষ, চিন্তায় তসলিমা নাসরিন
FacebookWhatsAppEmailShare